উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
ফিক্স
Ragib (আলোচনা | অবদান)
৪৯ নং লাইন:
 
::: আরও যাঁরা এখও মতামত দেননটি দেওয়ার অনুরোধ। :-) — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৪:৩৬, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
তানভিরকে অভিনন্দন।
 
বাংলা উইকির (ও ইংরেজি উইকির বাংলাদেশ/বাংলা ভাষা সংক্রান্ত নিবন্ধ) নিয়ে গোত ৮ বছর ঘাঁটাঘাঁটি করার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়, টেকনিকাল সমস্যাগুলোর চাইতে মোটিভেশনটাই এখানে আসল ব্যাপার (উপরে তানভির তাই লিখেছে এখন দেখতে পাচ্ছি!)। ইংরেজি উইকির নিবন্ধগুলা কিন্তু কোর কিছু মানুষের হাতে তৈরী, লাখ লাখ মানুষের হাতে না।
 
বাংলা উইকিতে তাহলে মোটিভেশন বাড়াবার কাজটা কীভাবে করা যায়? আমার মনে হয় এখানে স্কুলের ক্লাস ৮-১০ এবং কলেজের ১১-১২ শ্রেণীর শিক্ষার্থীরা টার্গেট অডিয়েন্স হবে। কারণ (১) এই বয়সের কিশোর কিশোরীরা শখ বা আগ্রহের বশে অনেক অনেক কাজ করে (২) তাদের স্কুলে বা কলেজে যেসব বিষয় পড়ানো হয়, সেগুলার উপরেই নিবন্ধ বাংলা উইকিতে একেবারে কম; (৩) তাদের হাতে সময় অনেক।
 
নীতিমালার ক্ষেত্রে আমার মতে পৃষ্ঠার পর পৃষ্ঠা নীতিমালা কেউ পড়েনা। তাই সব নীতিমালার পাতায় ছক আকারে, দরকার হলে কিছুটা বড় ফন্টে নীতিমালাটার সারমর্ম দেয়া দরকার। যেমন, কপিরাইটের পাতায় ("অনুমতি ছাড়া কপিপেস্ট করবেন না, অন্যের তোলা ছবি উইকিতে যোগ করবেন না")।
 
আর নিবন্ধ সৃষ্টির ক্ষেত্রে তালিকা ধরে কাজ করলে এবং প্রচারণা চালালে সেটা অনেকটা সফল হবে। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ০৭:৪২, ২৯ মে ২০১২ (ইউটিসি)
"নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প" প্রকল্প পাতায় ফিরুন।