অধিনায়ক (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ+
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ+
১ নং লাইন:
'''অধিনায়ক''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Captain) কোন নির্দিষ্ট দলের একজন [[খেলোয়াড়|খেলোয়াড়ের]] সম্মানসূচক [[পদবী|পদবীবিশেষ]]। দলের সকল সদস্য, কোচ, ম্যানেজার - সংখ্যাগরিষ্ঠ সকলের সম্মতিক্রমে একজন খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে মর্যাদা দেয়া হয়। তিনি দলের উল্লেখযোগ্য সদস্যরূপে দলের নেতৃত্বভার গ্রহণপূর্বক খেলার পূর্বে বা খেলা চলাকালীন সময়ে মাঠে [[কৌশল]] অবলম্বন, [[বুদ্ধিমত্তা]] প্রয়োগ এবং [[দলীয় সমঝোতা|দলীয় সমঝোতায়]] লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে [[খেলার নিয়ম-কানুন]] সম্পর্কে যদি [[কোচ]] খেলোয়াড়দেরকে অবহিত না করেন তাহলে অধিনায়ক এ বিষয়ে উপস্থিত বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করে থাকেন। অর্থাৎ, একজন অধিনায়ককে খেলাধূলার যাবতীয় নিয়ম-কানুন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হয়। দলীয় সাফল্য কিংবা ব্যর্থতার দায়-দায়িত্ব তাঁর কাঁধেই অর্পিত হয়। এ অবস্থানটি অত্যন্ত সম্মানজনক ও গৌরবের বিষয়ও বটে। তিনি দলের অন্যান্য সদস্যের কাছ থেকে সমীহ আদায়কারী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
 
কিছু কিছু খেলায় অধিনায়ক বা [[ক্যাপ্টেন]] খেলা পরিচালনাকারী কর্মকর্তাদের সাথে খেলার নিয়ম-কানুনের প্রয়োগ নিয়েও আলোচনা করে থাকেন।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[en:Captain (sports)]]