রাষ্ট্রদূত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ+
Suvray (আলোচনা | অবদান)
পদবী
১ নং লাইন:
'''রাষ্ট্রদূত '''([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Ambassador) একজন উচ্চপদস্থ ব্যক্তিবিশেষ, যিনি কোন নির্দিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে অন্য কোন দেশেস্বাধীন দেশ, সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থার সাথে কূটনৈতিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রেরিত হন। একজন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রতিনিধিত্ব করে যাবতীয় রাষ্ট্রীয় কার্যাদি সম্পন্ন করেন। সাধারণতঃ তিনি নিজ দেশের স্বার্থ রক্ষা কিংবা সমস্যা নিয়ে অন্য দেশের কাছে তুলে ধরেন এবং দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বাস্তবায়নে সদা তৎপর থাকেন।
 
অতীতে পারস্পরিক দু'টি দেশের মধ্যে [[যোগাযোগ]] রক্ষার জন্যে কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতো। ফলে, সিদ্ধান্ত গ্রহণও বিলম্বিত হতো। এরই প্রেক্ষাপটে নির্দিষ্ট একজন ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে একে-অপরের দেশে নিযুক্ত করা হয় সভা এবং আলাপ-আলোচনার জন্যে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নয়ন ঘটায় সরাসরি কিংবা মুহুর্তের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভবপর। তারপরও এটি সত্যি যে, অনেক সমস্যা রয়েছে যেখানে সরাসরি যোগাযোগ অবশ্যই রক্ষা করতে হয়। এখানেই রাষ্ট্রদূতের উপযোগিতা ও প্রয়োজনীয়তা বিদ্যমান।
৬ নং লাইন:
 
সচরাচর উভয় দেশের রাষ্ট্রদূত এবং অনেক দূতাবাস কর্মী ব্যাপক [[কূটনৈতিক সুবিধা|কূটনৈতিক সুবিধাদি]] ভোগ করে থাকেন। [[বিদেশ|বিদেশে]] অবস্থানকালীন সময়ে তাঁরা [[গ্রেফতার]] কিংবা [[বিচার|বিচারের]] মুখোমুখি হন না। [[শাস্তি]] হিসেবে তাঁদেরকে কেবলমাত্র নিজ দেশে ফেরৎ পাঠানো হয়ে থাকে।
 
==পদবী==
কখনো কখনো দেশ থেকে উচ্চ পর্যায়ের সম্মানিত ব্যক্তিত্বকে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করে কাজের গুণগতমান সম্পর্কে অবগতকরণ এবং সরকারের চিন্তাধারা সম্পর্কে বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদানের জন্য প্রেরণ করা হয়। এধরণের ব্যক্তিত্বগণ [[অ্যাম্বাসেডর এট লার্জ]] নামে পরিচিত। আন্তর্জাতিক নিয়ম অনুসারে রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসেডর এট লার্জ-গণ আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজে অংশ নেন। তাঁর [[পদবী|পদবীর]] শুরুতে [[মহামান্য]] অথবা মি. এম্বাসেডর শব্দগুচ্ছ প্রয়োগের মাধ্যমে সম্ভাষণ করা হয়।<ref>The Guide of the Modern Diplomatic Protocol</ref>
 
==তথ্যসূত্র==