ভারতীয় জাতীয় বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Trinanjon (আলোচনা | অবদান)
৭২ নং লাইন:
== ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ ==
 
[[১৯৫০]] খ্রিস্টাব্দে স্বাধীন [[ভারত]] একটি গণপ্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্রে রূপান্তরিত হবার পরে [[ভারত সরকার|ভারতের কেন্দ্রীয় সরকার]] একটি জাতীয় অব্দ প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করে। এর ফলে [[১৯৫৭]] খ্রিস্টাব্দে(১৯৭৯ শকাব্দ) [[ভারত সরকার]] বিজ্ঞানী [[মেঘনাদ সাহা|মেঘনাদ সাহার]] নেতৃত্বে একটি “[[বাংলা পঞ্জিকা|পঞ্জিকা]] সংস্কার কমিটি” গঠন করেন। এই কমিটি শকাব্দ সহ ভারতে প্রচলিত অন্যান্য বর্ষপঞ্জিসমূহের সংস্কারসাধনে নিযুক্ত হয়। উক্ত কমিটি শকাব্দকে ঋতুনিষ্ঠ ও সর্বস্তরে ব্যবহারোপযোগী করে তোলার জন্য এবং আন্তর্জাতিক স্তরে প্রচলিত [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীর]] সঙ্গে সমন্বয় রেখে চলার জন্য এই অব্দকে সংস্কার করতে উদ্যোগী হয়। “[[সূর্যসিদ্ধান্ত|সূর্যসিদ্ধান্তে]]” উল্লিখিত নিরয়ণ বর্ষগণনারীতি<ref name="NASA"/> পরিহার করে “[[বাংলা পঞ্জিকা|পঞ্জিকা]] সংস্কার কমিটি” শকাব্দকে সায়ন সৌর অব্দে রূপান্তরিত করে এবং বারো মাসের দৈর্ঘ্য স্থির করে দেয়।<ref name="পঞ্জিকা সংস্কার কমিটি"><ref name="NASA"/><ref name="মেঘনাদ সাহা"/> এছাড়া [[বার্ষিক গতি|বার্ষিক গতির]] সাথে সমন্বয় রেখে [[অধিবর্ষ|অধিবর্ষে]] চৈত্র মাসে একটি অতিরিক্ত দিন যোগ করার সিদ্ধান্তে উপনীত হয়। এই কমিটির ঘোষণা অনুসারে প্রত্যেক বছর [[মহাবিষুব|মহাবিষুবের]] পরদিন অর্থাৎ [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীর]] [[২২ মার্চ]] তারিখে শকাব্দ আরম্ভ হয় এবং শকাব্দের তারিখ অনুসারে সেই দিনটি হল ১ চৈত্র। কেবল [[অধিবর্ষ|অধিবর্ষে]] বর্ষারম্ভ হয় [[২১ মার্চ]]। এই সংশোধিত অব্দে বর্ষগণনার বিধি অনুসারে শকাব্দের সাথে ৭৮ যোগ করে প্রাপ্ত যোগফলকে ৪(চার) দ্বারা ভাগ করে যদি ভাগশেষ থাকে ০(শূন্য) তাহলে সেই বছর [[অধিবর্ষ]] হয়। কিন্তু শকাব্দের সাথে ৭৮ যোগ করার পর প্রাপ্ত যোগফল যদি ১০০-এর গুণিতক হয় তাহলে তাকে ৪০০ দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ থাকে ০ (শূন্য) তাহলে সেই বছর [[অধিবর্ষ]] হয়।<ref name="NASA"/><ref name="পঞ্জিকা সংস্কার কমিটি"/><ref name="মেঘনাদ সাহা">[http://www.vigyanprasar.gov.in/scientists/saha/sahanew.htm Meghnad Saha, a pioneer in Astrophysics]</ref> উক্ত কমিটির সিদ্ধান্তানুসারে শকাব্দের বারো মাসের দিনসংখ্যা হল এইরূপ<ref name="মেঘনাদ সাহা"/><ref name="পঞ্জিকা সংস্কার কমিটি">[http://books.google.co.in/books?id=FrvZrPhUciAC&pg=PA238&lpg=PA238&dq=calendar+reform+committee+saka+era&source=bl&ots=ryWxTWuBf5&sig=bzkJPmzM0a23SmzjdiiVQHuM2sI&hl=en&sa=X&ei=0oONT7emNM-xrAfCg8jJCQ&ved=0CDgQ6AEwAw#v=onepage&q&f=false পঞ্জিকা সংস্কার কমিটি, ১৯৫২ - রিপোর্ট]</ref><ref name="NASA">[http://eclipse.gsfc.nasa.gov/SEhelp/calendars.html#Indian The Indian Calendar, NASA Eclipse Website]</ref>:
{| class="wikitable" width = 60% cellspacing="0" cellpadding="3"
|-
১০৩ নং লাইন:
|}
[[১৯৫৭]] খ্রিস্টাব্দের [[২২ মার্চ]] (১ চৈত্র ১৯৭৯ শক) ভারত সরকার এই সংস্কারপ্রাপ্ত শকাব্দকে ভারতের জাতীয় অব্দ হিসাবে গ্রহণ করে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সর্বস্তরে গ্রেগোরিয়ান অব্দের সাথে “ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের” ব্যবহার প্রচলন করে।<ref name="জাতীয় বর্ষপঞ্জী">{{cite web |title= Government Holiday Calendar|url=http://india.gov.in/calendar/calendar.php |date= |publisher=[[Govt. of India]] Official website |page=}}</ref> কিন্তু সমস্ত প্রশাসনিক বিভাগে, [[আকাশবাণী]] এবং [[দূরদর্শন|দূরদর্শনের]] ঘোষণায় শকাব্দের প্রচলন হলেও<ref name="জাতীয় বর্ষপঞ্জী"/> এখনও ১ চৈত্র (২১/২২ মার্চ), শকাব্দের নববর্ষের দিন জাতীয় ছুটির দিন হিসাবে স্বীকৃত হয়নি। ধর্মীয় নিরয়ণ বর্ষপঞ্জীর বহুল প্রচলনের কারণেই সম্ভবত সংস্কারকৃত শকাব্দ উপেক্ষিত রয়ে গেছে।<ref name="NASA"/><ref>[http://web.archive.org/web/20080424080733/http://www.bjp.org/today/may_0103/may_2_p_19.htm "Hindu" New Year's day and related issues]</ref>
 
==তথ্যসূত্র==
<references/>