দ্রবণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: দুই বা ততোধিক পদার্থ যখন নিজ নিজ আণবিক রাসায়নিক ধর্ম বজায় র...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
দুই বা ততোধিক পদার্থ যখন নিজ নিজ আণবিক রাসায়নিক ধর্ম বজায় রেখে এক সাথেএকসাথে সূক্ষ্ম ভাবে মিশে একটি সমসত্ত এবং একটি মাত্র দশা সম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় তখন সেই মিশ্রণকে দ্রবণ বা সলিউসন বলে। দ্রবণের উপাদানগুলি যে-কোন ভৌত অবস্থাতে থাকতে পারে।
 
দ্রবণে সাধারণতঃ দুটি অংশ থাকে
#দ্রাবক বা সল্ভেন্ট
১৫ ⟶ ১৪ নং লাইন:
==দ্রবনের প্রকারভেদ==
দ্রবণের উপাদানগুলি যে-কোন ভৌত অবস্থাতে থাকতে পারে, যেমন
===তরলে কঠিনের দ্রবণ===
তরল দ্রাবকের মধ্যে কঠিন দ্রাব্য মেশালে তরলে কঠিনের দ্রবণ উৎপন্ন হয়। যেমন-জলে চিনি, তুঁতে, সাধারণ লবণ দ্রবীভূত হয়ে যথাক্রমে চিনির, তুঁতের এবং লবনের জলীয় দ্রবন উৎপন্ন করে। কার্বন ডাইসালফাইডে সালফার বা ফসফরাস দ্রবীভূত হয়ে এরকম দ্রবন উৎপন্ন করে। গালা বা রজন জলে অদ্রাব্য কিন্তু অ্যালকোহল দ্রবীভূত হয়ে দ্রবন উৎপন্ন করে।