আনোয়ার পাশা (লেখক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ ও তথ্যসূত্র যোগ
২ নং লাইন:
 
==ছাত্র ও কর্ম-জীবন==
আনোয়ার পাশা [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ জেলার]] বহরমপুর মোহকুমার রাঙ্গামাটি চাঁদপাড়া ইউনিয়নের অন্তর্গত ডবকাই গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সন অনুযায়ী তাঁর জন্ম হয় ২ বৈশাখ ১৩৩৫ সনে <ref>[http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=142 গুণীজন ওয়েব সাইট]</ref>। তিনি ১৯৪৬ সালে মাদ্রাসা পরীক্ষায় প্রথম বিভাগে কৃতকার্য হন। কিন্তু ১৯৪৮ সালে আবার [[উচ্চ মাধ্যমিক]] পরীক্ষা দিয়ে পাশ করেন। এরপর তিনি চলে আসেন [[রাজশাহী]]র বিখ্যাত [[রাজশাহী কলেজ| রাজশাহী কলেজে]]। এখান থেকে বাংলা সাহিত্যে [[স্নাতক]] পাশ করেন ১৯৫১ সালে এবং [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে বাংলা সাহিত্যেই [[স্নাতকোত্তর]] সম্মাননা অর্জন করেন।
 
মানিকচক হাই মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে আনোয়ার পাশার কর্মজীবন শুরু হয়। পরে তিনি ১৯৫৪ সালে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় এবং ১৯৫৭ সালে সাদিখান দিয়ার বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৫৮ সালে তিনি [[পাবনা এডওয়ার্ড কলেজ|পাবনা এডওয়ার্ড কলেজে]] প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এই কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত থাকেন।