আনোয়ার পাশা (লেখক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
সম্প্রসারণ ও তথ্যসূত্র যোগ
১ নং লাইন:
'''আনোয়ার পাশা''' ([[এপ্রিল ১৫]], [[১৯২৮]]-[[ডিসেম্বর ১৪]], [[১৯৭১]]) ছিলেনএকজন বাংলাদেশী কবি, কথা সাহিত্যিক, এবং শিক্ষাবিদ। তিনি তাঁর পিতার নাম হাজী মকরম আলী আর মা সাবেরা খাতুন <ref>[[মুর্শিদাবাদhttp://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Hotel&pub_no=730&cat_id=2&menu_id=23&news_type_id=1&index=2&archiev=yes&arch_date=14-12-2011 জেলা|মুর্শিদাবাদকালের জেলার]]কন্ঠ বহরমপুরেরপত্রিকায় ডবকাইপ্রকাশিত গ্রামেরণেশ জন্মগ্রহণমৈত্রর করেন।লেখা]</ref>। [[১৯৭১]] সালের [[১৪ ডিসেম্বর]] [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালে [[ঢাকা|ঢাকার]] [[মিরপুর|মিরপুরের]] বধ্যভূমিতে পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী [[আল বদর]] বাহিনীর সদস্যদের হাতে তিনি নিহত হন।হন<ref>[http://www.banglapedia.net/HT/P_0105.HTM বাংলাপিডিয়ায় আনোয়ার পাশার জীবনী]</ref>।
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
==ছাত্র ও কর্ম-জীবন==
'''আনোয়ার পাশা''' ([[এপ্রিল ১৫]], [[১৯২৮]]-[[ডিসেম্বর ১৪]], [[১৯৭১]]) ছিলেন বাংলাদেশী কবি, কথা সাহিত্যিক, এবং শিক্ষাবিদ। তিনি [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ জেলার]] বহরমপুরের ডবকাই গ্রামে জন্মগ্রহণ করেন। [[১৯৭১]] সালের [[১৪ ডিসেম্বর]] [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালে [[ঢাকা|ঢাকার]] [[মিরপুর|মিরপুরের]] বধ্যভূমিতে পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী [[আল বদর]] বাহিনীর সদস্যদের হাতে নিহত হন।
আনোয়ার পাশা [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ জেলার]] বহরমপুর মোহকুমার রাঙ্গামাটি চাঁদপাড়া ইউনিয়নের অন্তর্গত ডবকাই গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সন অনুযায়ী তাঁর জন্ম হয় ২ বৈশাখ ১৩৩৫ সনে<ref>[http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=142 গুণীজন ওয়েব সাইট]</ref>। তিনি ১৯৪৬ সালে মাদ্রাসা পরীক্ষায় প্রথম বিভাগে কৃতকার্য হন। কিন্তু ১৯৪৮ সালে আবার [[উচ্চ মাধ্যমিক]] পরীক্ষা দিয়ে পাশ করেন। এরপর তিনি চলে আসেন [[রাজশাহী]]র বিখ্যাত [[রাজশাহী কলেজ| রাজশাহী কলেজে]]। এখান থেকে বাংলা সাহিত্যে [[স্নাতক]] পাশ করেন ১৯৫১ সালে এবং [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে বাংলা সাহিত্যেই [[স্নাতকোত্তর]] সম্মাননা অর্জন করেন।
 
মানিকচক হাই মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে আনোয়ার পাশার কর্মজীবন শুরু হয়। পরে তিনি ১৯৫৪ সালে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় এবং ১৯৫৭ সালে সাদিখান দিয়ার বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৫৮ সালে তিনি [[পাবনা এডওয়ার্ড কলেজ|পাবনা এডওয়ার্ড কলেজে]] প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এই কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত থাকেন।
 
১৯৬৬ সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] বাংলা বিভাগে অস্থায়ী প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৬৯ সালে অধ্যাপক [[মুনীর চৌধুরী]] অধ্যক্ষ থাকা কালে তিনি স্থায়ী প্রভাষক হন। ১৯৭০ সালে তিনি জৈষ্ঠ্য প্রভাষক পদে পদোন্নতি পান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন <ref>[http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=142 গুণীজন ওয়েব সাইট]</ref>।
 
==সাহিত্য জীবন==
 
== উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ==
=== উপন্যাস ===
* নীড় সন্ধানী (১৯৬৮)
* নিষুতিনিশুতি রাতের গাথা (১৯৬৮)
* রাইফেল রোটি আওরাত (১৯৭৩)
=== কাব্য ===
২১ ⟶ ২৮ নং লাইন:
* বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। (১৯৭২,''মরণোত্তর'')
 
== তথ্যসূত্র ==
== বহিঃসংযোগ ==
<references/>
* [http://www.banglapedia.net/HT/P_0105.HTM বাংলাপিডিয়ায় আনোয়ার পাশার জীবনী]
*
 
{{সাহিত্যিক-অসম্পূর্ণ}}