<center><div style=letter-spacing: 0.01em;"> <h2>উইকিপিডিয়া,আমার সম্পর্কে বা যেকোন বিষয় জানার জন্য [[User talk:Aashaa|''মন্তব্য'']] লিখুন। </h2></center></div>
আমার সার্টিফিকেট নাম জাহিদ হলেও আমাকে সবাই ''আশা'' বলে ডাকে। আশা নামের বানান হচ্ছে ''aashaa''।
<center><u>'''<u>পৃথিবীতে জন্ম</u>'''
১৫৮৮ সালের ২৯শে জুলাই [[স্প্যানিশ আর্মাডা]] ধ্বংসের ঠিক চারশত বছর পরে একই দিনে খ্রিষ্টীয় ১৯৮৮ সালের জুলাই মাসের ২৯ তারিখ রাতে আমি জন্ম গ্রহন করি। দিনটি ছিল [[গ্রেগরিয়ান বর্ষপঞ্জী|গ্রেগরিয়ান বর্ষপঞ্জীর]] ২১০ তম দিন এবং বার ছিল [[শুক্রবার]]। সেই হিসেবে আমি [[সিংহ (তারকামণ্ডল)|সিংহ রাশির]] জাতক। চাইনিজ ক্যালেন্ডার অনুসারে আমি ''উ জিং'' বা আর্থ[[ড্রাগন]]-এর বছরে জন্ম নেই। আমার জন্মদিন [[আর্ন্তজাতিক বাঘ দিবস]] হিসেবে পালিত হয়। আমি বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে ১৪ই শ্রাবন ১৩৯৫ বাংলা সালে পৃথিবীর আলো দেখি।
<center><u>'''পড়াশুনা'''</u>
''চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ (বিএন কলেজ) থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি. পাশ করেছি। ২০০৭ সালে এইচ.এস.সি. একই প্রতিষ্ঠান থেকে পাশ করি।''
''২০০৭-২০০৮ সেশনে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] এ ভর্তি হই আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগে। এখনও পড়ছি, শিখছি।''
<center><u>'''দৌড়াদুড়ি'''</u>
সারাদিনই চেষ্টা করি কোন না কোন অকাজ কিংবা আকাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি ''বাংলাদেশ গণিত অলিম্পিয়াড''এর একজন স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৮ সাল থেকে কাজ করছি। ''বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক'' (বিডিওএসএন) এর স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করে থাকি। দুনিয়ার যত দৌড়াদুড়ির জায়গা আছে তাই মনে হয় আমাকে টানে। এই টানেই হয়তো বা উইকিতে! সর্বশেষ, দৈনিক প্রথম আলোর ''বিজ্ঞান প্রজন্ম'' ও ''গণিত স্কুল'' পাতাতে প্রদায়ক হিসেবে সংগ্রাম করে যাচ্ছি।
<center><u>'''আমার আমিই জিউস, আমিই টাইটান'''</u>
গ্রীক পুরানের একটা কথা আছে, টাইটানরা মহাবিশ্বে সৃষ্টিকর্তা জিউসের থেকেও শক্তিশালী। এই কথাটিই আবার প্রাচীন ইরানের প্রবাদে খুজে পাওয়া যায় অনেকটা এভাবে, ‘কবিতা লেখকের থেকে কবিতার শ্রোতারাই অনেক শক্তি শালী।’ বাংলা ভাষাতে এরুপ কথা আছে, লেখকের থেকে পাঠকেরাই অনেক শক্তিশালী। ২০১০ সালের ডিসেম্বরে জাতীয় দৈনিকের গণিত পাতাতে প্রথম মূলরচনা প্রকাশের পর থেকে নিজেকে টাইটান হিসেবে দেখতেই পছন্দ করি। সেই শুরু একটু আকটু লিখে চলেছি, নিজের লেখাগুলা দেখলে টাইটান হয়ে যাই। কিন্তু আবার যখন সাড়ে ৬বছরের এক বাচ্চাকে রাতদুটার সময় রক্ত দিতে ছুটে যাই তখন নিজেকে জিউসের মতোই লাগে। আবার যখন নিজের লেখাতে ভুল খুজে পাই, তখন খাটি বাংলাতে টাইটান হয়ে গালি দেয়ার কাজটাও ভাল মতো করি।
নিজেকে একাধারে টাইটান ও জিউস মনে করার আরেকটা বড় কারন হল যখন বাংলা উইকিপিডিয়াতে লেখালেখি শুরু করেছিলাম। নিজের ব্যাকরন বর্হিভূত লেখা যে কিভাবে এডিটের পর এডিট হয়ে বিশাল তথ্যভান্ডারে সংরক্ষিত হয় তা দেখে আসলেই নিজেকে জিউস মনে হয়। আবার যখন কোন নবাগতের লেখা পড়ার পর এডিট করি তখন মনে হয় টাইটানরাই শ্রেষ্ট।
পড়াশুনা আর কর্মজীবনের চাপে কর্পোরেইট ম্যানার শিখা শুরু করি এবছরের জুলাই থেকে। সেই থেকে আমার টাইটান আর জিউসগিরি উধাও। এতে অবশ্য কবিতা ও সংগীতের দেবী অ্যাপোলো আর লেখালেখির দেবতা হার্মেস খুশি হবেন। কারন আমি লেখালেখির চেষ্টা ছেড়ে এখন ডেমেটার দেবীর মত বার্তাবহনের কাজ করসি। ডেমেটার দেবীর কাজ করতেই হবে কারন তা না হলে দেবী মা হেরা তো আমার জন্য বিবাহের লগ্ন ঠিক করবেন না। টাইটানদের মধ্যে শক্তিশালী হচ্ছেন ক্রনাস। ক্রনাসকে হিংসা করার মত যোগ্যতা আমার নাই।
কিন্তু সব শেষে বলি আমি যদি টাইটান হতাম তাইলে আমি এপিমেথেআস হইতাম। কারন এই ভদ্রলোক নাকি টাইটানদের মধ্যে সবচেয় ফাকিবাজ।
<center><u>'''ই-মেইল'''</u>
''আমাকে aashaa AT matholympiad DOT org DOT bd তে মেইল করতে পারেন।''
<center><u>'''সামাজিক যোগাযোগ'''<u>
ফেইসবুক: facebook.com/aashaa<br />
টুইটার: twitter.com/aashaa
<center><u>'''আমি বলছি'''</u>
হেই!কী অবস্থা! আমি '''মো: জাহিদ হোসাইন খান'''(Md. Zahid Hossain Khan)আমার ডাকনাম '''আশা'''(aashaa) ; [[বাংলা উইকিপিডিয়া|বাংলা উইকিপিডিয়ার]] একজন [[উইকিপিডিয়া:উইকিপিডিয়ান|উইকিপিডিয়ান]]। জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে বিশেষ করে আর্ন্তজাতিক সম্পর্ক, রাজনীতি,ভূগোল ও বিখ্যাত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের তথ্য বাংলা ভাষায় [[বাংলা ভাষা|বাংলা ভাষাভাষীদের]] সকলের কাছে পৌঁছে দেবার এই চেষ্টায় নিজেকে সম্পৃক্ত করার লক্ষে মাঝেমাঝে কাজ করার চেষ্টা করছি। বাংলা উইকিতে কাজ করতে চাই বলে ভাবা উচিত নয় আমি ইংরেজিতে দুর্বল। সায়োনারা!