ইতালি জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
119.30.38.56-এর সম্পাদিত সংস্করণ হতে Luckas-bot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
৫৬ নং লাইন:
}}
 
'''ইতালি জাতীয় ফুটবল দল''' আন্তর্জাতিক [[অ্যাসোসিয়েশন ফুটবল|ফুটবলে]] [[ইতালি|ইতালির]] প্রতিনিধিত্ব করে। এটি নিয়ন্ত্রণ করে ইতালির জাতীয় ফুটবল সংস্থা [[ইতালিয়ান ফুটবল ফেডারেশন|ফেদেরাজিওনে ইতালিয়ানা জিউয়োকো ক্যালাচিও]], সংক্ষেপে এফআইজিসি ({{lang|en|FIGC}})। ইতালি বর্তমানে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। [[২০০৬ ফিফা বিশ্বকাপ|২০০৬ সালের বিশ্বকাপে]] শিরোপা অর্জন করার মাধ্যমে তাঁরাইতালি ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন এইহবার গৌরব অর্জন করে।করেছিল।
 
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সাফল্যমণ্ডিত দলগুলোর মধ্যে ইতালির জাতীয় দল অন্যতম। সেই সাথে তাঁরা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বার শিরোপাধারী দল। ইতালি মোট চার পারচারবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)। ইতালিতাদের ওপরে দল আছে, একটিই—[[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিল]], দলটি পাঁচযারা বারপাঁচবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে। এছাড়াও ইতালি এক বারএকবার উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ (১৯৬৮), গ্রীষ্মকালীগ্রীষ্মকালীন অলিম্পিক শিরোপা (১৯৬৩), এবং দুইবার সেন্ট্রাল ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল কাপ জয় করেছে।
 
ইতালির জাতীয় দলের জার্সি ও সকল ইতালীয় দল এবং অ্যাথলেটদের জার্সির রং হচ্ছে [[অ্যাজুর (রং)|অ্যাজুর নীল]]।<ref>Azure blue was the colour of the [[house of Savoy|royal house]] of the Kingdom of Italy. In its first two matches, the Italian national team wore white shirts with shorts from the club of each player; the azure shirts were introduced in the third match.</ref> এজন্য এই দলটির ডাকনামও হয়েছে আজুরো।