সৌরভ গঙ্গোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Sayan rc (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১২৬ নং লাইন:
সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন ভারতীয় ক্রিকেট দলের একজন বিখ্যাত ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক । সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহন করেন ৮ই জুলাই, ১৯৭২ সালে, কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে । তাঁর বাবার নাম চন্ডিদাস গঙ্গোপাধ্যায় ও মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায় । সৌরভ
মূলত তাঁর দাদার সাহায্যে ক্রিকেট জীবনে প্রতিষ্ঠিত হন । তিনি প্রথম জীবনে স্কুল ও রাজ্যের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন । ক্রিকেট জীবনের বিভিন্ন হ্মেত্রে সাফল্য পেতে থাকেন তিনি । তিনি তাঁর জীবনের প্রথম একদিনের আন্তজার্তিক ম্যাচ খেলেন ১১ই জানুয়ারী, ১৯৯২ সালে । কিন্তু তিনি সেই অভিষেক ম্যাচে মাত্র তিন(৩) রান করেন, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে দল থেকে বাদ পড়েন । তার পরে ১৯৯৩-১৯৯৪ এবং ১৯৯৪-১৯৯৫ সালের রঞ্জি ট্রফিতে চমৎকার সাফল্য লাভ করেন যার ফলে তিনি আবার ১৯৯৬-এর ইংল্যান্ড সফরের জন্য খেলার সুযোগ পান । এরপরে সেই সফ- রেই তিনি তাঁর জীবনের প্রথম টেষ্ট খেলেন ২০ই জুন, ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে । তিনি সেই সফরে উল্লেখযোগ্য সাফলয অর্জন করেছিলেন ।
 
তিনি শুধু একজন খেলোয়ারই নন, একজন বিখ্যাত অধিনায়কও ছিলেন । তিনি তাঁর ক্রিকেট জীবনে সর্বমোট ৩১১ টি একদিনের আন্তজার্তিক ম্যাচ খেলেছেন এবং ১১,৩৬৩ রান সংগ্রহ করেছেন । পাশাপাশি তিনি ১১৩ টি টেস্ট খেলেছেন ও ৭,২১২ রান সংগ্রহ করেছেন । ভারতকে তিনি ৪৯ টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ২১টি ম্যাচে । সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ১৪৬টি একদিনের আন্তজার্তিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারত জিতেছিল ৭৬ টি ম্যাচে ।
তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন । তিনি একদিনের আন্তজার্তিকে ১০০ টি এবং টেস্টে ৩২ টি উইকেট দখল ক রেন ।
তিনি ভারতের একজন মিডিয়াম এছাড়াপেসার বোলারও ছিলেন । তিনি একদিনের আন্তজার্তিকে ১০০ টি এবং টেস্টে ৭১৩২ টি ক্যাচউইকেট নিয়েছেনদখল ক রেন
তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন ।এছাড়া তিনি একদিনের আন্তজার্তিকে ১০০ টি এবং টেস্টে ৩২৭১ টি উইকেটক্যাচ দখল ক রেননিয়েছেন
২০০৮ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন ।
এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন । যদিও ২০১১য় অর্থাৎ আইপিএলের চতুর্থ সিজনে নিলামে কোনো দলই না নেওয়ায় শেষ পর্যন্ত পুনে ওয়্যারিআর্সের দলে নাম লেখান । বর্ত্মানে পুনে ওয়্যারিআর্সের মেন্টর ও অধিনায়ক|
২০০৮ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন ।
এককথায় বলা বাঙালীর গৌরব "মহারাজা" অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন ভারত তথা বিশ্ববিখ্যাত একজন ক্রিকের খেলোয়ার ।
এরপরে ২০০৮, ২০০৯ ও ২০১০-এ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০০৮ ও ২০১০-এ এই দলকে নেতৃত্ব দেন । যদিও ২০১১য় অর্থাৎ আইপিএলের চতুর্থ সিজনে নিলামে কোনোতিনি দলইঅবিক্রীত নাথেকে নেওয়ায়গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়্যারিআর্সের দলেদলের নামপ্রতিনিধিত্ব লেখানকরেন। বর্তমানে বর্ত্মানেতিনি পুনে ওয়্যারিআর্সের মেন্টর ও অধিনায়ক|অধিনায়ক। <ref>http:''''''গাঢ় লেখা''''''//http://www.espncricinfo.com/indian-premier-league-2012/content/story/550346.html.</ref>
 
==তথ্যসূত্র==