নীহাররঞ্জন গুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
আর অসম্পূর্ণ নয়
Jayantanth (আলোচনা | অবদান)
fix
২০ নং লাইন:
 
== প্রাথমিক জীবন ==
১৯১১ সালের ৬ই জুন তৎকালীন [[যশোর|যশোরের]] লোহাগড়া উপজেলার ইটনায় জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল বিখ্যাত কবিরাজ বংশীয়। তাঁর পিতা-মাতার নাম সত্যরঞ্জন গুপ্ত এবং লবঙ্গলতা দেবী। তিনি শৈশবকাল অতিবাহিত করেন কলকাতায়। পিতার স্থানান্তরিত চাকুরীর কারণে তিনি অনেক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তন্মধ্যে - গাইবান্দা উচ্চ বিদ্যালয় অন্যতম।<ref name="jinfo"/> ১৯৩০ সালে কন্যাগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন অর্জন করেন। কৃষ্ণনগর কলেজ থেকে আই.এসসি ডিগ্রী অর্জনের পর তিনি [[কলকাতা|কলকাতায়]] কারমাইকেল মেডিকেল কলেজ (বর্তমানে [[আর. জি. কর মেডিক্যাল কলেজ]] (বর্তমানঃ কারমাইকেল মেডিকেল কলেজ) থেকে তিনি ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন।<ref name="jinfo"/> এরপর তিনি [[লন্ডন]] থেকে ডাক্তারি শাস্ত্রের ডার্মেটোলোজি বা চর্মবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি [[চর্মরোগ]] বিশেষজ্ঞ ছিলেন।
 
ছাত্রাবস্থায় তার বড় বোন অর্থাৎ দিদি [[পোকা|পোকার]] কামড়ে মারা যায়। ফলে চিকিৎসা বিজ্ঞানে নিয়োজিত থেকে এই [[রোগ]] সাড়ানোর জন্য স্বপ্ন দেখেন ও বাস্তবায়িত হয়।
 
== কর্মজীবন ==
[[দ্বিতীয় মহাযুদ্ধ]] চলাকালীন সময়ে [[ভারতীয় সেনাবাহিনী|ভারতীয় সেনাবাহিনীতে]] যোগ দেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি [[মেজর]] পদে উন্নীত হন। এই চাকুরীর সূত্রে তিনি [[চট্টগ্রাম]], [[বার্মা]] (বর্তমানঃ মায়নমার) থেকে [[মিশর]] পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন।<ref name="sbc"/> [[যুক্তরাজ্য]] থেকে বিশেষ ডিগ্রী অর্জন শেষে তিনি [[কলকাতা মেডিক্যাল কলেজ|কলকাতা মেডিক্যাল কলেজে]] যোগ দেন। এরপর গুপ্ততিনি ভারতের বিভিন্ন [[হাসপাতাল|হাসপাতালে]] কাজ করেছেন। [[ভারত বিভাগ|ভারত বিভক্তির]] পর ১৯৪৭ সালে তিনি ও তার পরিবার স্থায়ীভাবে কলকাতায় অভিবাসিত হন।<ref name="bn24">{{cite news |title=নড়াইলে সুলতানের শিশুস্বর্গ এখন জুয়াড়িদের আখড়া |url=http://www.banglanews24.com/detailsnews.php?nssl=07d5938693cc3903b261e1a3844590ed&nttl=201009037265 |newspaper=News Bangla 24 |date=September 3, 2010 |accessdate=September 10, 2011}}</ref>
 
== সাহিত্যজীবন ==
{{মূল|রবীন্দ্রনাথ ঠাকুর|আগাথা ক্রিস্টি}}
 
শৈশবকাল থেকেই তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন লেখক হবার। একসময় তিনি [[শান্তিনিকেতন|শান্তিনিকেতনে]] গিয়ে [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] আশীর্বাদ গ্রহণসহ তাঁর স্বাক্ষর বা [[অটোগ্রাফ]] সংগ্রহ করেন।<ref name="abp"/> আঠারো বছর বয়সে নীহাররঞ্জন তাঁর প্রথম [[উপন্যাস]] [[রাজকুমার (উপন্যাস)|রাজকুমার]] রচনা করেন। [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] অবস্থানকালীন সময়ে তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহান্বিত হয়ে স্বীয় লেখার উত্তোরন ঘটান এবং [[আগাথা ক্রিস্টি|আগাথা ক্রিস্টির]] সাথে সাক্ষাৎ করেন।<ref name="abp"/> ভারতে ফিরে এসে তিনি তাঁর ১ম [[গোয়েন্দা উপন্যাস]] ''কালো ভ্রমর'' রচনা করেন। এতে তিনি [[গোয়েন্দা]] চরিত্র হিসেবে [[কিরীটি রায়|কিরীটি রায়কে]] সংযোজন করেন যা বাংলা [[কিশোর সাহিত্য|কিশোর সাহিত্যে]] এক অনবদ্য সৃষ্টি। তিনি [[বাংলা সাহিত্যে ডিটেকটিভ|বাংলা সাহিত্যে রহস্য কাহিনী]] রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন।
 
উপমহাদেশীয় প্রেক্ষাপট ও উপযোগী করে রচিত হয়েছে তাঁর রহস্য উপন্যাসগুলো। এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি উপন্যাসকে [[বাংলা ভাষা|বাংলা]] ও [[হিন্দি ভাষা|হিন্দি ভাষায়]] চলচ্চিত্রায়ণ করা হয়েছে যথাক্রমে [[টালিউড]] ও [[বলিউড]] চলচ্চিত্রাঙ্গনে।<ref name="tds">{{cite news |title=Nihar Ranjan Gupta’s birth anniversary observed |url=http://www.thedailystar.net/story.php?nid=91614 |newspaper=The Daily Star |date=June 8, 2009 |accessdate=September 10, 2011}}</ref> এছাড়াও তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা [[সবুজ সাহিত্য (সাময়িকী)|সবুজ সাহিত্যের]] সম্পাদকের দায়িত্ব পালন করেন।<ref name="sbc"/><ref name="abp"/>