বিভূতিভূষণ মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
Jayantanth (আলোচনা | অবদান)
+
২ নং লাইন:
'''বিভূতিভূষণ মুখোপাধ্যায়''' ( জন্ম জুন,১৮৯৪- মৃত্যু ৩৯ শে জুলাই,১৯৮৭) একজন ভারতীয় লেখক। তার আদি নিবাস হুগ্লিলী জেলার চাতরা হলেও তার তিন পুরুষের বাস বিহারের দ্বার ভাঙ্গায় ছিল। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বি এ পাশ করেন।
==কর্মক্ষত্র==
তার কর্মক্ষত্র ছিল বৈচিত্র ময়। কর্মজীবনের প্রথম দিকে তিনি ইন্ডিয়ান নেশন পত্রিকার কার্যাধ্যক্যের পদে আসিন ছিলেন। পরে বিহারের দ্বার ভাঙ্গায় মহারাজের সচীব হিসাবেও কাজ করেন। আবার পরবর্তি কালে কিছুকাল শিক্ষাকতাও করেছেন। শিক্ষাকতা চলা কালিন তিনি নিজেকে লেখার কাজে নিয়জিত করেন। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের তিনি রচয়িতা। তার জনপ্রিয় তম উপন্যাস টি হয় ''নিলাঙ্গুরিও''।
 
==গ্রন্থ তালিকা==