ইব্রাহিমীয় ধর্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Thijs!bot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: ar, arz, ba, bg, br, bs, ca, ckb, crh, cs, cy, da, de, el, eo, es, et, fa, fi, fo, fr, fy, he, hi, hr, hu, id, is, it, ja, ka, ko, lv, ms, nap, nl, nn, no, pl, pt, ro, ru, sco, sh, simple, sk, sl, sr, sv, te...
দ্রিগ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
খ্রিস্টধর্ম সূচিত হয় ইহুদী ধর্মের একটি শাখা হিসাবে। এর উৎপত্তি ভূমধ্যসাগরীয় উপত্যকায়, [[খ্রিষ্টীয় বর্ষ|খ্রিষ্টীয় প্রথম শতকে]]। পরবর্তীতে এটি পৃথক বিশ্বাস এবং ধর্মাচরণযুক্ত আলাদা ধর্ম হিসাবে বিস্তৃত হয়। খ্রিস্টধর্মের কেন্দ্রীয় চরিত্রের নাম [[যিশু]] বা জিযাস- প্রায় সকল মতেই তাঁকে ঐশ্বরিক বলে মনে করা হয়। খ্রিস্টীয় ত্রিত্ব বা ট্রিনিটি মতানুযায়ী যিশু ঐশ্বরিক তিন চরিত্রের একজন। [[বাইবেল|খ্রিস্টীয় বাইবেল]] খ্রিস্টধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিসাবে বিবেচিত; তবে এক্ষেত্রে ঐতিহ্যগত কিছু মতপার্থক্য পরিলক্ষিত হয়, যেমনঃ- [[রোমান ক্যাথলিক]] মত এবং পূর্বস্থিত [[অর্থোডক্স]] মত।
 
৫৭০ খ্রিস্টাব্দে জন্ম নেয়া ধর্মপ্রচারক [[মুহাম্মদ]] [স.] পূর্বতন সকল ধর্মপ্রচারকদের ঈশ্বর (আল্লাহ) কর্তৃক প্রেরিত সতর্ককারী হিসেবে মেনে নিয়ে, তিনিই সর্বশেষ সতর্ককারীরূপে যে ধর্ম প্রচার করেন, তা [[ইসলাম]] ধর্ম নামে বিশ্বব্যাপী সমাদৃত হয়।পরিচিত। ইসলাম ধর্মের মূল বিশ্বাস হলো: আল্লাহ'র কোনো অংশীদার নেই এবং মুহাম্মদ [স.] আল্লাহর বাণীবাহক। এই ধর্মের মূল ধর্মগ্রন্থ [[ক্বোরআন]], আর ক্বোরআন ব্যাখ্যায় দ্বারস্থ হতে হয় [[হাদিস]] সংকলনসমূহের উপর। এই ধর্মের উল্লেখযোগ্য দিক হলো, জীবনযাত্রার সর্বত্র, যেমন রাজনীতি, সমাজনীতি, পোষাক, খাদ্য, মেলামেশা ইত্যাদিতে, এই ধর্ম নিজেকে জড়িয়ে আত্মপ্রকাশ করে। এই ধর্ম সর্বোতভাবে মুসলমান জাতির পূর্বপুরুষ হিসেবে ইব্রাহিম [আ.]-কে উল্লেখ করে থাকে। এছাড়া ইব্রাহিম [আ.], ইয়াকুব [আ.], এবং ঈসা [আ.]-কে আল্লাহ'র প্রেরিত পুরুষ হিসেবে স্বীকার ও সম্মান করে।
 
==তথ্যসূত্র==