উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৭ নং লাইন:
নীতিমালা ও নির্দেশাবলী সম্বলিত পৃষ্ঠাগুলো হওয়া উচিৎঃ
 
* '''স্পষ্ট''' । দুর্বোধ্য আইনিবা আইনসাদৃশ্য শব্দ এবং বাহুল্যপূর্ণ ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন। সহজ, সংক্ষিপ্ত ও লাগসই ভাষা ব্যবহার করুন।করুন স্বল্পভাষা ব্যবহারকোন করেওকিছু আপনারঅবশ্যই লেখায়করতে সহজহবে বোধগম্যতাবা আনতেকরা পারেন,উচিৎ সংক্ষেপেমনে সুনির্দিষ্টহলে ভাবে নিবন্ধ লেখা হলেঅবদানকারীদের তা অনেকসরাসরি বেশীবলতে সুস্পষ্টদ্বিধা হয়।করবেন আরো ব্যাখ্যা করার প্রয়োজন হলে পাদটীকা ব্যবহার করতেনা পারেন।
* '''মূলভাবের উপরে জোর দিন''' বাগাড়ম্বর বা বাগবিস্তার করে ভুল ধারনার প্রতি সমর্থন প্রতিষ্ঠিত করা যায় না। দ্ব্যর্থহীন ও সুনির্দিষ্ট ভাবে লিখুনঃ বহুশ্রূত বা মামুলী কথা কিংবা অনির্দিষ্টভাবে লেখা পরিহার করুন। মনগড়া কথা কিংবা অনুমিত ধারণা বা তত্ত্ব লিখবেন না। অপ্রয়োজনীয় শব্দ, বিশেষ করে বিশেষণ, বাদ দিন। যদি মূল বক্তব্য লেখা হয়ে থাকে, আর কিছু না লেখাই ভালো।