বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সঙ্কোচন
১ নং লাইন:
পেশাগত জীবনে শিক্ষাবিদ এবং প্রযুক্তিমনষ্ক ব্যক্তি হিসেবে ১৪ বছর ধরে কম্পিউটারের সাথে সম্পর্ক রয়েছে!
'''সুব্রত রায়ের''' পক্ষ থেকে উইকিপিডিয়ান ও কৌতুহলী পাঠককূলকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ জানাই উইকিপিডিয়া কর্তৃপক্ষকে যারা বাংলা ভাষা তথা আমার মায়ের ভাষাকে সমৃদ্ধ করার গুরুদায়িত্ব নিয়েছে। এ সুমহান প্রয়াসে খানিকটা অংশ নিতে পেরে সত্যিকার অর্থেই আমি ধন্য, গর্বিত ও আনন্দিত। উন্মুক্ত চিন্তা-চেতনার ফসলে সমৃদ্ধ করতে চাই আমার ভাষা, বাংলা ভাষা ও মায়ের ভাষাকে। পেশাগত জীবনে একজন শিক্ষাবিদ এবং প্রযুক্তিমনষ্ক ব্যক্তি হিসেবে ১৯৯৮ সাল থেকে কম্পিউটারের সাথে আমার সম্পর্ক।
 
একজন বাংলাভাষী হিসেবে আপনার অংশগ্রহণকে সর্বদা স্বাগতঃ জানাবো এবং শ্রদ্ধার চোখে দেখব।জানাই। আপনার অংশগ্রহণ সমৃদ্ধ করবে আমারসংগ্রহশালা কিংবা আমাদের দুঃখিনী বাংলাকে। আপনার সংগ্রহে, চিন্তা-চেতনায়ভাবনায় যাই থাকুক না কেন, ছড়িয়ে দিন বিশ্বময়, গড়ে তুলুন বাংলা মায়ের স্বপ্নের ভুবনকে আলোকিত ও আনন্দময়।আনন্দময়-মঙ্গলময়।
==শুরুর কথা==
উইকিপিডিয়াতে শুরুতে কেবল ইংরেজী আর্টিক্যালগুলো ব্যবহারেই অভ্যস্ত ছিলাম। তখন বাংলায় প্রবন্ধগুলো তেমন সমৃদ্ধ ছিল না। শুধুমাত্র কপি-পেস্টের মধ্যেই সীমিত ছিল উইকিপিডিয়ায় পদযাত্রা ও আমার ভালবাসা। একসময় উপলদ্ধি করলামঃ [[শুধুমাত্র নিলেই তো চলবে না; দিতেও তো হবে]]।
 
প্রত্যন্ত অঞ্চলে বসেই উইকিপিডিয়ার শুভাকাঙ্খী হিসেবে থাকতে চাই সদা-সর্বদা;সর্বদাই যতদিনসেই মনঅমিয় চায়বাণীকে সমৃদ্ধঘিরে করে যেতে চাই বাংলা উইকিপিডিয়া। ধন্যবাদ।-
==নিজস্ব ভাবনা==
{{উক্তি|রে অচেনা<br/>
একজন বাংলাভাষী হিসেবে আপনার অংশগ্রহণকে সর্বদা স্বাগতঃ জানাবো এবং শ্রদ্ধার চোখে দেখব। আপনার অংশগ্রহণ সমৃদ্ধ করবে আমার কিংবা আমাদের দুঃখিনী বাংলাকে। আপনার সংগ্রহে, চিন্তা-চেতনায় যাই থাকুক না কেন, ছড়িয়ে দিন বিশ্বময়, গড়ে তুলুন বাংলা মায়ের স্বপ্নের ভুবনকে আলোকিত ও আনন্দময়।
দিন যায়, সন্ধ্যা হয়<br/>
সময় রবে না ...}}
 
যদি প্রয়োজন মনে করেনঃ subrrt@gmail.com
==আমার ভূমিকা==
শুরুতে শুধুই চলতি প্রবন্ধগুলোর সম্পাদনায় অংশ নিতাম। রবি ঠাকুরের [[খোল খোল দ্বার, রাখিও না আর]] - গানের কথাকে উপজীব্য করে নিজেকে মেলে ধরার প্রাণান্তকর প্রচেষ্টা।
 
==শেষ কথা==
প্রত্যন্ত অঞ্চলে বসেই উইকিপিডিয়ার শুভাকাঙ্খী হিসেবে থাকতে চাই সদা-সর্বদা; যতদিন মন চায় সমৃদ্ধ করে যেতে চাই বাংলা উইকিপিডিয়া। ধন্যবাদ।
 
রে অচেনা
 
দিন যায়, সন্ধ্যা হয়
 
সময় রবে না ...
 
==প্রয়োজনেঃ-==
subrrt@gmail.com