ফার্স্ট লেডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
অন্য ব্যবহার
৪ নং লাইন:
==উৎপত্তি স্থল==
[[চিত্র:Barack and Michelle Obama at the Home States Ball.jpg|thumbnail|right|200px| ''হোম স্ট্যাটস্‌ বলে'' বাহুতে বাহু জড়িয়ে ও হাস্যচিত্তে নৃত্যরত অবস্থায় মিচেল ওবামা এবং বারাক ওবামা]]
 
১৮৪০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট লেডি পদবীর উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত। [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] তৎকালীন প্রেসিডেন্ট [[জ্যাকারি টেইলার|জ্যাচারী টেলরের]] স্ত্রী ছিলেন ডলি মেডিসন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক উদযাপনের সময় স্ব-লিখিত ও উচ্চ প্রশংসাযুক্ত [[কবিতা|কবিতায়]] ''ফার্স্ট লেডি'' হিসেবে তাঁকে আখ্যায়িত করেন টেলর।<ref name= "Dolley Madison">{{cite web |url=http://www.firstladies.org/biographies/firstladies.aspx?biography=4|title= Dolley Madison |accessdate=2007-04-29 |publisher= National First Ladies Library}}</ref>
 
১৩ ⟶ ১২ নং লাইন:
 
বর্তমানে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট [[বারাক ওবামা|বারাক ওবামার]] স্ত্রী [[মিচেল ওবামা]] ব্যাপকভাবে ও উৎসাহের সাথে ফার্স্ট লেডির মর্যাদা উপভোগ করছেন। আমেরিকান প্রচার মাধ্যম ও [[সংবাদ সংস্থা|সংবাদ সংস্থাগুলো]] প্রায়শঃই অন্য দেশের রাষ্ট্রীয় প্রধানদের স্ত্রীকে ফার্স্ট লেডি হিসেবে ব্যক্ত করে থাকে। তবে, কোন দেশে যদি রাষ্ট্র প্রধানের স্ত্রীর নির্দিষ্ট উপাধী থেকে থাকে, তাহলে এ নিয়মের ব্যতয় ঘটে থাকে।
 
==বাংলাদেশের ফার্স্ট লেডি==
বর্তমান রাষ্ট্রপতি [[জিল্লুর রহমান|জিল্লুর রহমানের]] স্ত্রী [[আইভি রহমান]] ২১ আগস্টের [[গ্রেনেড]] হামলাজনিত কারণে ২৪ আগস্ট, ২০০৪ সালে প্রয়াত হন। তাঁর মৃত্যুর ফলে সাবেক রাষ্ট্রপতি [[ইয়াজউদ্দিন আহম্মেদ|ইয়াজউদ্দিন আহম্মেদের]] স্ত্রী [[আনোয়ারা বেগম]] বর্তমানে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে বহাল রয়েছেন।<ref>[http://www.planetrulers.com/bangladesh-first-lady/ আনোয়ারা বেগমঃ বাংলাদেশের বর্তমান ফার্স্ট লেডি, সংগ্রহকালঃ ২৯ ডিসেম্বর, ২০১১ইং]</ref>
 
==প্রয়োগ==
২৯ ⟶ ৩১ নং লাইন:
২৪ জুন, ২০১০ সালে [[জুলিয়া গিলার্ড]] অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হবার পর প্রচার মাধ্যমগুলো তাঁর সঙ্গী [[টিম ম্যাথিয়েসন|টিম ম্যাথিয়েসনের]] উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনদিন পর [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] সংবাদপত্রগুলো ম্যাথিয়েসনকে লক্ষ্য করে ''ফার্স্ট ব্লোক'' পদবী নামে নামাঙ্কিত করে। তিনিও তা সানন্দে গ্রহণ করেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক এবং দাতব্য কর্মকাণ্ডে তাঁকে অতীব সম্মান সহকারে এ পদবী প্রদান করা হয়।
 
==বাংলাদেশের =ফার্স্ট লেডিফ্যামিলি===
রাষ্ট্র প্রধানের পুরো পরিবার ''ফার্স্ট ফ্যামিলি'' নামে সুপরিচিত হয়ে থাকেন। দ্বিতীয় স্তর বা [[উপ-রাষ্ট্রপতি|উপ-রাষ্ট্রপতির]] স্ত্রী ''সেকেন্ড লেডি'' বা ''ভাইস-ফার্স্ট'' লেডি পদে মর্যাদাপ্রাপ্ত হন। আরো সহজভাবে বলা যায় যে, তাঁর পরিবার ''সেকেন্ড ফ্যামিলি'' নামে পরিচিত।
বর্তমান রাষ্ট্রপতি [[জিল্লুর রহমান|জিল্লুর রহমানের]] স্ত্রী [[আইভি রহমান]] ২১ আগস্টের [[গ্রেনেড]] হামলাজনিত কারণে ২৪ আগস্ট, ২০০৪ সালে প্রয়াত হন। তাঁর মৃত্যুর ফলে সাবেক রাষ্ট্রপতি [[ইয়াজউদ্দিন আহম্মেদ|ইয়াজউদ্দিন আহম্মেদের]] স্ত্রী [[আনোয়ারা বেগম]] বর্তমানে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে বহাল রয়েছেন।<ref>[http://www.planetrulers.com/bangladesh-first-lady/ আনোয়ারা বেগমঃ বাংলাদেশের বর্তমান ফার্স্ট লেডি, সংগ্রহকালঃ ২৯ ডিসেম্বর, ২০১১ইং]</ref>
 
==অন্য ব্যবহার==
==অন্যান্য==
নির্দিষ্ট [[অঞ্চল]] বা এলাকায় অবস্থানরত কোন মহিলা সামাজিক স্তরে একচ্ছত্রভাবে যদি প্রাধান্য বিস্তার করে থাকেন, তাহলে তিনিও 'ফার্স্ট লেডি' হিসেবে অভিহিত হয়ে থাকেন।<ref>Sellers, 294; Russell, 501.</ref>
রাষ্ট্র প্রধানের পুরো পরিবার ''ফার্স্ট ফ্যামিলি'' নামে সুপরিচিত হয়ে থাকেন। দ্বিতীয় স্তর বা [[উপ-রাষ্ট্রপতি|উপ-রাষ্ট্রপতির]] স্ত্রী ''সেকেন্ড লেডি'' বা ''ভাইস-ফার্স্ট'' লেডি পদে মর্যাদাপ্রাপ্ত হন। আরো সহজভাবে বলা যায় যে, তাঁর পরিবার ''সেকেন্ড ফ্যামিলি'' নামে পরিচিত।
 
==তথ্যসূত্র==