মহাকাব্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
মেঘনাদবধ কাব্যঃ নতুন অনুচ্ছেদ গঠন
Suvray (আলোচনা | অবদান)
৩৭ নং লাইন:
 
==মেঘনাদবধ কাব্য==
{{মূল|মেঘনাদবধ কাব্য}}
[[মধুসূদন দত্ত|মাইকেল মধুসূদন দত্তের]] [[মেঘনাদবধ কাব্য]] সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী মহাকাব্যের গৌরব সর্বাংশে দাবী করতে পারে না। অবশ্য তিনি তাঁর কাব্যকে অষ্টাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশও করিয়াছেন।
 
[[মধুসূদন দত্ত|মাইকেল মধুসূদন দত্তের]] [[মেঘনাদবধ কাব্য]] সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী মহাকাব্যের গৌরব সর্বাংশে দাবী করতে পারে না। অবশ্য তিনি তাঁর কাব্যকে অষ্টাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশও করিয়াছেন। কিন্তু সর্গান্তে তিনি নূতন ছন্দ ব্যবহার করেননি, সর্গশেষে পরবর্তী সর্গকথা আভাসিত করেননি। যদিও তিনি বলেছিলেন -
{{cquote|গাইব মা বীররসে ভাসি মহাগীত}}
তবুও কাব্যে করুণ রসেরই জয় হয়েছে।
 
==উল্লেখযোগ্য মহাকাব্য==