দাদরা ও নগর হাভেলি জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ptbotgourou (আলোচনা | অবদান)
r2.6.5) (বট পরিবর্তন করছে: hi:दादरा तथा नगर हवेली
Hindu Patriot (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''দাদরা ও নগর হাভেলি''' ({{lang-gu|દાદરા અને નગર હવેલી}}, {{lang-mr|दादरा आणि नगर हवेली}}, {{lang-pt|Dadrá e Nagar Aveli}}) পশ্চিম [[ভারত|ভারতের]] [[কেন্দ্রশাসিত অঞ্চল]]। রাজধানী সিলভাসা। নগর হাভেলি [[মহারাষ্ট্র]] ও [[গুজরাট]] রাজ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থিত। দাদরা নগর হাভেলি থেকে কয়েক কিলোমিটার উত্তরে একটি গুজরাটের মধ্যে অবস্থিত একটি ছিটমহল। দাদরা ও নগর হাভেলি [[দমন ও দিউ]] থেকে ১০-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
'''দাদরা ও নগর হাভেলি''' [[ভারত|ভারতের]] একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
 
দমন ও নগর হাভেলি [[দমন গঙ্গা নদী]]র তীরে অবস্থিত। দাদরা ও সিলভাসা শহর দুটি নদীর উত্তর তীরে অবস্থিত। জেলার পূর্বদিকে রয়েছে [[পশ্চিমঘাট পর্বতমালা]]। অঞ্চলটি স্থলবেষ্টিত, যদিও [[আরবসাগর]] ও গুজরাটের পশ্চিম উপকূল এখান থেকে খুব দূরে নয়।
 
অঞ্চলের প্রধান ভাষা [[গুজরাটি ভাষা|গুজরাটি]], [[হিন্দি]] ও [[মারাঠি ভাষা|মারাঠি]]।<ref>[http://dnh.nic.in/Home%20Page_files/Tourism/silvassa.pdf Dadra Nagar Haveli tourism]</ref>
 
ইংরেজদের দূরে রাখতে ও মুঘলদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে মারাঠিরা পোর্তুগিজদের সঙ্গে বন্ধুত্ব করে ১৭৭৯ সালে একটি চুক্তি সাক্ষর করে। এই বন্ধুত্বচুক্তি অনুসারে, মারাঠা পেশোয়া ৭২টি গ্রাম নিয়ে গঠিত দাদরা ও নগর হাভেলি পরগনায় রাজস্ব সংগ্রহের অনুমতি দেন। তারও আগে জওহর ও রামনগরের হিন্দু রাজাদের পরাজিত করে কোলি সর্দারেরা এই অঞ্চলের দখল নিয়েছিল। মারাঠারা তাদের থেকে এই অঞ্চলটি দখল করে তাদের রাজ্যের অন্তর্ভুক্ত করে।
 
দাদরা ও নগর হাভেলির আয়তন ৪৯১ বর্গকিলোমিটার। ১৯৫৪ সালের ২ অক্টোবর এই অঞ্চলে পোর্তুগিজ শাসনের অবসান ঘটে। গঠিত হয় স্বাধীন দাদরা ও নগর হাভেলি প্রশাসন। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে দাদরা ও নগর হাভেলি ভারতে যোগ দেয় ও কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়।