যদুনাথ সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎প্রকাশিত গ্রন্থাদি: > সাহিত্যিক জীবন
Suvray (আলোচনা | অবদান)
১৬ নং লাইন:
==সাহিত্যিক জীবন==
[[চিত্র:Bookcover-JadunathSarker.jpg|thumb|right|100px|"যদুনাথ সরকার রচনা সম্ভার" গ্রন্থটির প্রচ্ছদপট]]
ইতিহাস শাস্ত্রে অসাধারণ ও প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন যদুনাথ সরকার। তাঁকে ইতিহাস-চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছিলেন [[ভগিনী নিবেদিতা]]। তিনি ঐতিহাসিক গবেষণা-গ্রন্থ রচনার জন্য বাংলা, ইংরেজী, সংস্কৃত ভাষা ছাড়াও উর্দু, ফারসী, মারাঠীসহ আরও কয়েকটি ভাষা শিখেছিলেন।<ref name="sbc" /> ১৯০১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ পাঁচ খণ্ডে সমাপ্ত 'হিস্ট্রি অফ ঔরঙ্গজেব'।
 
হিস্ট্রি অফ ঔরঙ্গজেব; দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার; শিবাজী (বাংলা); মিলিটারী হিস্ট্রি অফ ইন্ডিয়া; দ্য রানী অফ ঝান্সী; ফেমাস ব্যাটেল্‌স্‌ অফ ইন্ডিয়ান হিস্ট্রি; শিবাজী এন্ড হিজ টাইম; ক্রোনোলজী অফ ইন্ডিয়ান হিস্ট্রি।
ঐতিহাসিক গবেষণা ছাড়াও তিনি একজন বিশিষ্ট সাহিত্য-সমালোচক ছিলেন। এছাড়াও, রবীন্দ্র-সাহিত্যের সমঝদার পাঠক ছিলেন যদুনাথ সরকার।
 
হিস্ট্রিরচিত অফঅন্যান্য ঔরঙ্গজেব;গ্রন্থ হলো - দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার; শিবাজী (বাংলা); মিলিটারী হিস্ট্রি অফ ইন্ডিয়া; দ্য রানী অফ ঝান্সী; ফেমাস ব্যাটেল্‌স্‌ অফ ইন্ডিয়ান হিস্ট্রি; শিবাজী এন্ড হিজ টাইম; ক্রোনোলজী অফ ইন্ডিয়ান হিস্ট্রি।
 
==পুরস্কার ও সম্মাননা==