সেলিনা হায়াৎ আইভী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২৭ নং লাইন:
 
== জীবনী ==
ডাক্তার আইভী ১৯৬৬ সালের ৬ই জুন [[নারায়ণগঞ্জ|নারায়ণগঞ্জের]] একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। মাতা "মমতাজ বেগম" ও পিতা সাবেক পৌর চেয়ারম্যান "আলী আহাম্মদ চুনকা"। চুনকা পরিবারের পাঁচ সন্তানের মধ্যে ডা. আইভী হলেন প্রথম সন্তান। তিনি [[দেওভোগ আখড়া প্রাথমিক বিদ্যালয়]] হতে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি [[নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল|নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে]] ভর্তি হন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। অতঃপর তিনি [[মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়|মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে]] ভর্তি হন। ১৯৭৯ সালে ট্যালেন্টপুলে [[জুনিয়র স্কলারশিপ]] পান এবং ১৯৮২ সালে [[মাধ্যমিক স্কুল সার্টিফিকেট]] পরীক্ষায় স্টারমার্কসহ উত্তীর্ণ হন। এরপর তিনি ১৯৮৫ সালে [[রাশিয়া|রাশিয়ান]] সরকারের স্কলারশিপ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য [[ওডেসা পিরাগোব মেডিক্যাল ইনস্টিটিউটে]] ভর্তি হন এবং ১৯৯২ সালে কৃতিত্বের সাথে [[মেডিসিন ডাক্তার]] ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯২-৯৩ সালে [[ঢাকাস্যার মিডফোর্টসলিমুল্লাহ হাসপাতালমেডিকেল কলেজ|ঢাকা মিডফোর্ট হাসপাতালে]] ইন্টার্নি সম্পন্ন করেন। ডা. আইভী তাঁর সুদীর্ঘ শিক্ষা জীবনের পর ১৯৯৩-৯৪ সালে মিডফোর্ট হাসপাতালে এবং ১৯৯৪-৯৫ সালে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন।
 
== পারিবারিক জীবন ==