কবীন্দ্র পরমেশ্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shonpangshu (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shonpangshu (আলোচনা | অবদান)
১ নং লাইন:
<!--সংক্ষিপ্ত নিবন্ধ, এর বেশী জানা নেই; ইংরেজী উইকিতেও কিছুই পাওয়া যায়নি-->
'''কবীন্দ্র পরমেশ্বর''' (১৬শ শতাব্দী) মধ্যযুগীয় [[বাঙালি]] কবি। তিনিই সর্প্রবথম [[বাংলা ভাষা]]য় [[সংস্কৃত]] [[মহাকাব্য]] ''[[মহাভারত]]'' অনুবাদ করেন। তিনি [[হোসেন শাহ|হোসেন শাহের]] সেনাপতি ও [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] শাসনকর্তা [[পরাগল খাঁ|পরাগল খাঁ-র]] সভাকবি ছিলেন।<ref name="sbc">''সংসদ বাঙালি চরিতাভিধান'', সম্পাদনাঃ অঞ্জলি বসু, ৪র্থ সংস্করণ, ১ম খণ্ড, ২০০২, সাহিত্য সংসদ, কলকাতা, পৃ. ৭৬</ref>
 
==জীবনী==
কবীন্দ্র পরমেশ্বরের জীবন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। ষোড়শ শতাব্দীতে [[গৌড়|গৌড়ের]] সুলতান [[আলাউদ্দিন হুসেন শাহ|আলাউদ্দিন হুসেন শাহের]] "লস্কর" (সেনাপতি) পরাগল খাঁ [[চট্টগ্রাম]] অধিকার করেন। গৌড়েশ্বর তাঁকেই চট্টগ্রামের শাসনকর্তা নিযুক্ত করেন। পরাগল খাঁ ছিলেন বিদ্যোৎসাহী ব্যক্তি। তিনি [[হিন্দু]]দের পৌরাণিক উপাখ্যানগুলি লোকমুখে শুনে উৎসাহিত হয়ে পরমেশ্বরকে বাংলায় ''মহাভারত'' রচনা করার নির্দেশ দেন। তাঁর উপরোধে পরমেশ্বর উক্ত মহাকাব্যের কাহিনী সংক্ষেপ করে ''পাণ্ডববিজয়'' কাব্য রচনা করেন। পরাগল খাঁর নির্দেশে লিখিত বলে এই কাব্যের অপর নাম হয় ''পরাগলী মহাভারত''। কাব্য লিখে পরমেশ্বর পরাগল খাঁ-র কাছ থেকে "কবীন্দ্র" উপাধি পান। পরমেশ্বর লিখেছেন, পরাগল খাঁ রোজ ''পাণ্ডববিজয়'' শুনতে চাইতেন।<ref>''বাংলা সাহিত্যের ইতিহাস'', বিজনবিহারী ভট্টাচার্য, শ্রীধর প্রকাশনী, কলকাতা, ১৯৯৬, পৃ. ১২৭</ref>
 
==রচিত গ্রন্থ==