জেমস বন্ড (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ছবি সংযোজন করা প্রয়োজন
Suvray (আলোচনা | অবদান)
৮৪ নং লাইন:
জেমস বন্ড ব্রিটিশ রাণীর অধীনে কর্মরত একজন সরকারী চাকুরীজীবি। প্রধান কর্মকর্তা পদবীধারী হিসেবে প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন তিনি।<ref>Ian Fleming, ''Moonraker,'' Ch. 1</ref><ref>Ian Fleming, ''You Only Live Twice,'' Ch. 21</ref> প্রধান কর্মকর্তার পদটি রাজকীয় নৌবাহিনীর [[ক্যাপ্টেন]] পদের সমমর্যাদার অধিকারী।<ref>http://www.dasa.mod.uk/modintranet/UKDS/UKDS2010/c2/table224.php</ref>
 
বন্ড ''ক্যাসিনো রয়েলেরয়েল'' উপন্যাসে সাবেক ''জিরোজিরো-এজেন্ট'' হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু কখন তিনি ''ডাবল ও-এজেন্ট'' হয়েছিলেন, তা বিবৃত হয়নি। তা স্বত্ত্বেও ক্যাসিনো রয়েলের মাধ্যমে জানা যায় যে, ২য় বিশ্বযুদ্ধের সময়; আবার ''গোল্ডফিঙ্গার'' উপন্যাসে তাকে ১৯৫২ সালে ''০০-এজেন্ট'' হিসেবে নিযুক্ত করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।
 
জেমস বন্ড দুইটি কাজের জন্য ''জিরোজিরো''-এজেন্ট মর্যাদার অধিকারী হন যা ''ক্যাসিনো রয়েলে'' বর্ণনা করা হয়েছে।
৯৩ নং লাইন:
 
সাহিত্য ক্ষেত্রে জেমস বন্ডকে হত্যা করার অনুমতিপত্র দেয়া হয়। মাঝে মাঝে আদেশ অমান্যকারীকে হত্যা করা হয় যদিও কার্যসম্পাদন ইতোমধ্যেই শেষ হয়েছে। ''অক্টোপুসি'' এবং ''দ্য লিভিং ডেলাইটস'' উপন্যাসে দেখা যায় যে, আদেশকে অমান্য করে শেষ মুহুর্তের সিদ্ধান্ত হিসেবে একজন মহিলা গুপ্তঘাতককে হত্যা করেছিলেন জেমস। তা নাহলে গুপ্তঘাতকের বন্দুকের গুলিতে নিজেই মারা পরতেন বন্ড এবং তার কার্যকালেরও সমাপণ ঘটতো। পরবর্তীতে, তিনি অনুধাবন করেছিলেন যে আদেশ অমান্য করায় হয়তোবা তার ঊর্ধ্বতন কর্মকর্তা "এম" রাগে অগ্নিশর্ম্মা হয়ে যাবেন।
 
ফ্লেমিংয়ের সাহিত্য-কর্মে বন্ডের মাধ্যমে নিরস্ত্র ব্যক্তিকে কাউকে হত্যা করতে দেখা যায়নি। নিরস্ত্র ব্যক্তিকে যারা হত্যা করতো বিশেষ করে মহিলাদেরকে, তাদেরকে বন্ড প্রচণ্ডভাবে ঘৃণা করতেন।
 
''জেমস বন্ডঃ দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব ০০৭'' ছবিতে বলা হয়েছে যে, তিনি একজন জুডুকা বা জুডু খেলায় পারদর্শী। এছাড়াও, বন্ড [[মার্শাল আর্ট]] জানেন। ''ফ্রম রাশিয়া, উইদ লাভ'' উপন্যাসের ৪র্থ পরিচ্ছেদে "মৃত্যু পরওয়ানা" জারী করা হয় বন্ডের উপর। এবং প্রথমেই নিশ্চিত করা হয় যে, জেমস বন্ড জুডুতে পারদর্শী।