উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Elias Hasan Sohag: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Elias Hasan Sohag (আলোচনা | অবদান)
Elias Hasan Sohag (আলোচনা | অবদান)
ট্যাগ: প্রতিস্থাপিত পুনর্বহালকৃত
১ নং লাইন:
<!-- অনুগ্রহপূর্বক ‘মনোনয়ন’ পরিচ্ছেদে আপনার প্রশাসকত্বের আবেদনমূলক বক্তব্যটি যোগ করুন, এবং পাতাটি সংরক্ষণ করুন।
এছাড়া আর কোনো প্রকার সম্পাদনা বা স্বাক্ষর যোগের প্রয়োজন নেই। আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। -->__NOTOC__
=== [[ব্যবহারকারী:Elias Hasan Sohag|Elias Hasan Sohag]] ===
{{প্রশাসক হওয়ার আবেদন/সরঞ্জাম|Elias Hasan Sohag}}
<span class="plainlinks">'''[{{fullurl:উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Elias Hasan Sohag|action=edit&section=2}} এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান]</span> (০/০/০); শেষ হবে: ‍‍২৩ জুন ২০২৪ ০৫:১৪ (ইউটিসি)
 
==== মনোনয়ন ====
<!-- এখানে আপনার আবেদনমূলক বক্তব্যটি লিখুন -->
আস সালামু আলাইকুম এবং অন্যদের নমস্কার। সকলের প্রতি সম্মানপূর্বক নিবেদন, আমি ইলিয়াস হাসান সোগাগ, গত ২০১৮ থেকে একাউন্ট তৈরী করে এবং তার পূর্বে বিনা একাউন্টে অসংখ্য সম্পাদনায় অংশগ্রহণ করেছি। আমার তেরীকৃত বিভিন্ন নিবন্ধন এবং উইকিতে যোগকৃত সকল তথ্য সঠিক এবং নির্ভুল আকারে যোগ করেছি, আমি গত ৫-৬ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি উইকিতে নিজের সামান্য প্রচেষ্টার কিছু যোগ করতে। আমি উইকির সকল নিয়ম মেনে এবং তদানুসারে কাজ করে যাচ্ছি এবং ভর্বিষতেও ইউকিতে কাজ করে যেতে চাই।
প্রশাসক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ততা রোধ করে উইকিতে আরো তথ্য যোগ করা, অপ্রয়োজীয় পাতা অপসারণ, এবং প্রয়োজনীয় পাতা ও নিবন্ধনকে সুরক্ষা প্রদান, বাতিলকৃত তথ্য পুনরায় উদ্ধার করা, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত তথ্য অপসারণ করার মতো কাজগুলো সহজেই করতে পারবো।
 
প্রসঙ্গগত আমি ইতোমধ্যে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ পেয়ে সেখানের সদস্য ভূক্ত হয়েছি। বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ বিষয়ক নির্বাচন ২০২১ এর আমন্ত্রণ পেয়েছিলাম। আমার একাডেমিক পরীক্ষা থাকায় আমি অংশগ্রহণ করতে পারি নি। শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা, ওনাদের আমন্ত্রণে উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১ এর আমন্ত্রণ পেয়েছি। এবং বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করছি।
আপনাদের নিকট আমার মূল বক্তব্য হলো, আমি এই মূহুর্তে ইউকিতে প্রশাসক এর জন্য আবেদন করছি। আপনাদের বিজ্ঞ মতামত এবং সমর্থন আশা করছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
সকলকে অসংখ্য ধন্যবাদ। ‍‍[[ব্যবহারকারী:Elias Hasan Sohag|Elias Hasan Sohag]] ([[ব্যবহারকারী আলাপ:Elias Hasan Sohag|আলাপ]]) ২১:০১, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)
 
==== আবেদনকারীর প্রতি প্রশ্ন ====
 
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
:'''১.''' আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
::'''উ:''' <!-- আপনি কি প্রকারের প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী তার বর্ণনা ও তালিকা দিন -->একজন প্রশাসক হিসেবে উইকিপিডিয়া কতৃক প্রদত্ত নির্দিষ্ট কিছু কাজ যেমন : নির্ধারীত প্রশাসককৃন্দের ডাকা আলোচনা সভায় অংশগ্রহণ করা, ইউকির নিয়মানুযায়ী নিবন্ধন বা পাতা সংযোজন, অপসারণ বা সংষ্কারে অংশ নেওয়া, পুনরুদ্ধার কাজে অংশ নেওয়া, পেজ বা পাতার দৈততা নিরসন করা, নিয়ম বহিঃভুত পেজ বা পাতা বা নিবন্ধন মুছে ফেলা, মিথ্যা, জাল, ব্যক্তি আক্রমানত্মক তথ্য সংশোধন করা, নিবন্ধন বা পাতার সুরক্ষা দেওয়া সহ তথ্যপ্রদান কারী ব্যক্তিকে সাহায্য করা ইত্যাদির পাশাপাশি আমার অবদান করার কাজের প্রতিও বিশেষ দৃষ্টি থাকবে। এবং নিশেষ কিছু কাজ করে যেতে চাই। যেমন: _ ১। কোন নিবন্ধনে যোগকৃত তথ্য ভুল আছে কিনা, বা বানান অশুদ্ধ আছে কিনা তা পরীক্ষা করা, তথ্যসূত্র নির্ধারণ করে যোগকৃত তথ্যের বস্তুনিষ্ঠতা আরো শক্তিশালী করা, মেধাসত্ত্ব নিয়মের সঠিক প্রয়োগ আছে কিনা ইত্যাদি খেয়াল রাখা। _ ২। বিশেষ কিছু তথ্য যোগাকারী আছেন যারা অনুচিত তথ্য যোগ করে থাকেন, উইকির নিয়ম মেনে সেগুলো সংশোধন করতে পারবো। এবং এই বিষয়ে আমি কাজ করতে চাই। _ ৩। নিবন্ধন বিষয়ক নয় এমন তথ্য ফিল্টার করে নিবন্ধনের তথ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই। _ ৪। সঠিক অনুবাদের মাধ্যমে বাংলা উইকি কে আরো তথ্য,সমৃদ্ধ করার চেষ্টা চালাবো। - ৫। সমসাময়িক বিভিন্ন তথ্য সহজেই দ্রুততার সাথে যোগ করতে পারবো এবং অন্যদের যোগকৃত তথ্যের সত্যতা যাচাই করে উইকিকে সমৃদ্ধ করতে পারবো বলে আশা রাখি। _ ৬। পূর্বে তৈরীকৃত নিবন্ধনের বাংলা ব্যাকরণের সঠিক প্রয়োগে ভাষার মিষ্টতা বজায় রাখতে সচেষ্ট থাকবো।
 
এক কথায়:
i)নতুন নিবন্ধ তৈরি করা: বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে নতুন নিবন্ধ লিখতে পারবো। ii) সম্পাদনা করা: বিদ্যমান নিবন্ধের তথ্য উন্নত করতে এবং ত্রুটি সংশোধন করতে পারবো। iii) অনুবাদ করা: অন্যান্য ভাষার উইকিপিডিয়া থেকে প্রাসঙ্গিক নিবন্ধগুলো বাংলায় অনুবাদ করতে পারবো। iv) তথ্য যাচাই করা: বিশ্বস্ত সূত্র ব্যবহার করে তথ্যের সত্যতা যাচাই করতে পারবো।
 
:'''২.''' বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
::'''উ:''' <!-- বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন তার বর্ণনা ও তালিকা দিন --> আমি অনেক গুলো কাজ করেছি যা প্রায় অগণিত। ফলে আমার কাছে সকল নিবন্ধনই সমান গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, আমি যে সকল তথ্য দিয়ে উইকিতে অবদান রাখছি, সেগুলো যদি দেশ, জাতি এবং তথ্য ব্যবহারকারীর উপকারে আসে, তাহলেই সেই কাজটিই সর্বশেষ্ঠ। আমি কিছুদিন আগে দেখলাম আমার যোগ করা একটি তথ্য ইউটিউবে গুরুত্বের সাথে দেখানো হচ্ছে। এমন কাজ আরো অধীক কাজ করার প্রতি উৎসাহ প্রদান করে। যদিও নাম উল্লেখপূর্বক বলতেই হয়, তবে [[বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]], [[মথুরাপুর ইউনিয়ন]], [[বগুড়া]], [[উত্তরবঙ্গ]], সিটি করপোরেশন সহ অসংখ্য নিবন্ধন ও পাতা নিজে তৈরী করেছি এবং বিভিন্ন তৈরীকৃত পাতায় তথ্য যোগ করেছি।
 
==== সমর্থন ====
#
 
==== বিরোধিতা ====
# আপনার আবেদন দেখে মনে হচ্ছে আপনি [[উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/বার্তা|এখানে]] থাকা নির্দেশাবলী ভালভাবে পড়েন নি! [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ০৫:২৮, ১৬ জুন ২০২৪ (ইউটিসি)
#:আমি খুবই দুঃখীত, আমি সবই পড়েছি। হয়তো গুছিয়ে উত্তর করতে পারি নি। যাই হোক ধন্যবাদ আপনাকে। @[[ব্যবহারকারী:ZI Jony|ZI Jony]] 🫡 [[ব্যবহারকারী:Elias Hasan Sohag|Elias Hasan Sohag]] ([[ব্যবহারকারী আলাপ:Elias Hasan Sohag|আলাপ]]) ১৩:৪১, ১৬ জুন ২০২৪ (ইউটিসি)
 
==== নিরপেক্ষ ====
#
 
==== মন্তব্য ====
# এক নং প্রশ্নের উত্তরে অনেক কাজের কথা উল্লেখ করেছেন যেগুলো প্রশাসক না হয়েও করা যায়। সেগুলো বাদে প্রশাসক হিসেবে সুস্পষ্টভাবে কী কী কাজ করতে চান সেগুলো নিয়েই কম কথায় উত্তর তুলে ধরলে সবার জন্য সুবিধা হবে। [[ব্যবহারকারী:Mehediabedin|মেহেদী আবেদীন]] ২২:৩২, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)
#:উইকিপিডিয়া প্রশাসকের দায়িত্ব পেলে আমি উইকি সাইটটির রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন দায়িত্ব পালন করতে পারবো। এর মধ্যে প্রধান কাজগুলো হল
#:১। পাতা সুরক্ষা এবং অবসান: প্রশাসকরা উইকিপিডিয়ার পাতাগুলোকে সুরক্ষিত করতে পারেন যাতে নির্দিষ্ট ব্যবহারকারী বা নির্দিষ্ট সময়ের জন্য সম্পাদনা সীমাবদ্ধ করা যায়। একইভাবে, পাতা অপসারণ বা পুনরুদ্ধার করার ক্ষমতাও প্রশাসকদের থাকে।
#:২। ব্যবহারকারী পরিচালনা: প্রশাসকরা ব্যবহারকারীকে ব্লক বা আনব্লক করতে পারেন যদি তারা উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন করে থাকে। এছাড়াও, ব্যবহারকারীদের অধিকার প্রদান বা প্রত্যাহারের ক্ষমতাও আমার কাছে থাকবে।
#:৩। সম্পাদনা পরিচালনা: ভাংচুর (vandalism) বা অপব্যবহারজনিত সম্পাদনাগুলি পর্যালোচনা এবং প্রতিকার করা প্রশাসকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
#:৪। নীতি বাস্তবায়ন: উইকিপিডিয়ার বিভিন্ন নীতি ও দিকনির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।
#:৫। ।সমাজের সহায়তা: উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্যদের প্রশ্নের উত্তর দেয়া, সহায়তা প্রদান এবং তথ্য সরবরাহ করাও প্রশাসকদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমি সেই কাজ চালিয়ে যেতে পারবো। [[ব্যবহারকারী:Elias Hasan Sohag|Elias Hasan Sohag]] ([[ব্যবহারকারী আলাপ:Elias Hasan Sohag|আলাপ]]) ১৩:৪০, ১৬ জুন ২০২৪ (ইউটিসি)
# আমার মনে হয় ব্যক্তি না বুঝে প্রশাসকত্বের আবেদন করেছেন। উইকিপিডিয়ায় উনার কোনো উল্লেখযোগ্য অবদান নেই। এখন পর্যন্ত সম্পাদনা করেছেন মাত্র ৩৭৩টি। উনি লিখেছেন উইকিপিডিয়ায় বানান ভুল আছে কি-না তা পরীক্ষা করবেন, অথচ উনার নিজেরই বেশিরভাগ বানান ভুল। আবেদনে 'উইকি'-কে 'ইউকি', 'নিবন্ধ'-কে 'নিবন্ধন' লিখেছেন বারবার। [[ব্যবহারকারী:Ahmed Reza Khan|Ahmed Reza Khan]] ([[ব্যবহারকারী আলাপ:Ahmed Reza Khan|আলাপ]]) ০৬:১২, ১৬ জুন ২০২৪ (ইউটিসি)