ব্যক্তিগত কম্পিউটার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BroShohan (আলোচনা | অবদান)
রচনাশৈলী, সংশোধন, পরিষ্কারকরণ, অনুবাদ
ছবি তোলা
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩ নং লাইন:
একটি '''ব্যক্তিগত কম্পিউটার''' হচ্ছে সাধারণ উদ্দেশ্যে এককভাবে ব্যবহারের উপযোগী এক প্রকার ছোট [[কম্পিউটার]]। যার আকার, ক্ষমতা এবং দাম একজন সাধারণ ব্যক্তির জন্য উপযোগী এবং কোনো ধরনের তৃতীয় পক্ষ ছাড়াই এটি সরাসরি ব্যবহার করা যায়॥<ref>[http://www.britannica.com/EBchecked/topic/452928/personal-computer-PC Encyclopaedia Britannica definition]</ref> অপরদিকে অংশীদারি কম্পিউটার মডেল থেকে ঠিক বিপরীত কারণ অংশীদারি মডেল অথবা ক্রমানুসারে প্রক্রিয়াকারী ব্যবস্থায় বড়, দামি [[মিনি কম্পিউটার]] এবং [[মেইনফ্রেম কম্পিউটার]] ব্যবহার করা হয় যা একই সঙ্গে অনেক মানুষ একসাথে একে ব্যবহার করতে পারে। তার সাথে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার পূর্ণ সময়ের একজন পেশাদার পরিচালনাকারীর প্রয়োজন হয়।
 
ব্যক্তিগত কম্পিউটারেই বেশিরভাগ চপডটপপপপপটটু্পা
ব্যক্তিগত কম্পিউটারেই বেশিরভাগ সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেমন [[ওয়ার্ড প্রসেসিং]], [[স্প্রেডশিট]], [[ডাটাবেস]], [[ওয়েব ব্রাউজার]] এবং [[ইমেইল]] ব্যবস্থাপনা সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়। বর্তমানে ব্যক্তিগত কম্পিউটারের জন্যই বেশিরভাগ সফটওয়্যার ডেভেলপ করা হয়ে থাকে তাই ব্যবহারের সীমারেখা অসংখ্য। এছাড়া ডিজিটাল মাধ্যম ব্যাবহার, গেমস, নিজস্ব প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যার এবং বিশেষ উদ্দেশ্যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলি ব্যবহার করা যায়। আধুনিক ব্যক্তিগত কম্পিউটারগুলোতে [[ইন্টারনেট]] সুবিধা থাকে যা বিশ্ব বিস্তৃত ওয়েবে (WWW) প্রবেশের সুযোগ থাকে, সাথে আরও অনেক ইন্টারনেটভিত্তিক পরিষেবা ব্যবহারের সুবিধাও থাকে। ব্যক্তিগত কম্পিউটার [[ল্যান]] তারযুক্ত বা তার বিহীন সংযোগের মাধ্যমে ল্যানের সাথে যুক্ত হতে পারে। একটি ব্যক্তিগত কম্পিউটার নানা রকমের হতে পারে। যেমন-[[ডেস্কটপ কম্পিউটার]], [[ল্যাপটপ]], [[নেটবুক]], [https://bn.wikipedia.org/s/25m4 ট্যাবলেট কম্পিউটার/ট্যাবলেট] অথবা [[পামটপ পিসি|পামটপ]]।
 
ব্যক্তিগত কম্পিউটারেই বেশিরভাগ সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেমন [[ওয়ার্ড প্রসেসিং]], [[স্প্রেডশিট]], [[ডাটাবেস]], [[ওয়েব ব্রাউজার]] এবং [[ইমেইল]] ব্যবস্থাপনা সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়। বর্তমানে ব্যক্তিগত কম্পিউটারের জন্যই বেশিরভাগ সফটওয়্যার ডেভেলপ করা হয়ে থাকে তাই ব্যবহারের সীমারেখা অসংখ্য। এছাড়া ডিজিটাল মাধ্যম ব্যাবহার, গেমস, নিজস্ব প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যার এবং বিশেষ উদ্দেশ্যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলি ব্যবহার করা যায়। আধুনিক ব্যক্তিগত কম্পিউটারগুলোতে [[ইন্টারনেট]] সুবিধা থাকে যা বিশ্ব বিস্তৃত ওয়েবে (WWW) প্রবেশের সুযোগ থাকে, সাথে আরও অনেক ইন্টারনেটভিত্তিক পরিষেবা ব্যবহারের সুবিধাও থাকে। ব্যক্তিগত কম্পিউটার [[ল্যান]] তারযুক্ত বা তার বিহীন সংযোগের মাধ্যমে ল্যানের সাথে যুক্ত হতে পারে। একটি ব্যক্তিগত কম্পিউটার নানা রকমের হতে পারে। যেমন-[[ডেস্কটপ কম্পিউটার]], [[ল্যাপটপ]], [[নেটবুক]], [https://bn.wikipedia.org/s/25m4 ট্যাবলেট কম্পিউটার/ট্যাবলেট] অথবা [[পামটপ পিসি|পামটপ]]।
 
আগের পিসি ব্যবহারকারীদের সাধারণত নিজেদেরকেই প্রোগ্রাম লিখতে হতো যাতে করে তা নিজেদের কাজে ব্যবহার করা যায়, অথচ এর জন্যে কোন ধরনের অপারেটিং সিস্টেমও থাকত না। একেবারে আগের মাইক্রোকম্পিউটারগুলোতে ছিল সামনের দিকের প্যানেল, হাতে করা [[বুট লোডার|বুটস্ট্র্যাপ]] প্রোগ্রাম, যা দিতে হত বাহ্যিক স্টোরেজ থেকে (পেপার টেপ, [[ক্যাসেট]], [[ডিস্কেট]])।