আটিয়া ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আয়তন ২৩ ব.কিমি এর পরিবর্তে ১২ ব.কিমি হবে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪০ নং লাইন:
 
== ভৌগোলিক উপাত্ত ==
আটিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং ইউনিয়ন। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে টাঙ্গাইল সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। এর পর থেকেই আটিয়া ডাক নাম কমতে থাকে। ১৯৮৪ সালে আটিয়া থানা ও উপজেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নতুন থানা ও উপজেলা হয় দেলদুয়ার। বর্তমানে আটিয়া একটি ইউনিয়ন। আয়তন- ২৩১২ বর্গ কিলোমিটার। আটিয়া ইউনিয়নে গ্রাম ২৭ টি। নাল্লাপারা, গোয়ারিয়া, কাঠালিয়া, শাইলখাই, নান্দুরিয়া, বিন্যাউরি, হিংগানগর (কামান্নাপাড়া, গোস্বামীপাড়া, বেপারীপাড়া, বড়বাড়ী, কৈবর্তপাড়া, সাহাপাড়া), গড়াসিন, গাজিয়াবাড়ী, বিন্দুরিয়া, গোমজানী, ভুরভুরিয়া, পিরোজপুর, ঘুনিকিশোর, মামুদপুর, বারই আটিয়া, চালা আটিয়া (উ. ও দ.), কসবা আটিয়া, মালতপাড়া, কান্দাপাড়া, মৌশা।
 
== জনসংখ্যার উপাত্ত ==