অপারেটিং সিস্টেম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সার্থক০ (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
RAHMATULLAHMTL (আলোচনা | অবদান)
ব্যাকরণ ঠিক করা হয়েছে
ট্যাগ: তথ্য অপসারণ মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
http>html<
[[চিত্র:Chakra Ashoc 0725 screenshot with Galician locales.png|থাম্ব|300px|[[চক্র (অপারেটিং সিস্টেম)|চক্র গ্নু/লিনাক্স]], একটি [[ফ্রি সফটওয়্যার|ফ্রি]] অপারেটিং সিস্টেম]]
 
'''অপারেটিং সিস্টেম''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Operating System, সংক্ষেপে OS) হলো একটি [[সিস্টেম সফটওয়্যার]] যা [[কম্পিউটার]] ও [[কম্পিউটার সফটওয়্যার|সফটওয়্যার]] এবং কম্পিউটার প্রোগ্রামের জন্যে সাধারণ সেবা সরবরাহ করে।
অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ব্যহারকারীদের ইনপুট নেয় এবং বিভিন্ন টাস্ক ও কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম সম্পদগুলি বণ্টন ও ব্যবস্থাপনা করে ব্যবহারকারী ও অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে। [[মেমরি]] বণ্টন ও নিয়ন্ত্রণ, সিস্টেম অণুরোধগুলির অগ্রাধিকার নির্ণয়, ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ, '''কম্পিউটার নেটওয়ার্কিং''' ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজ। [[উইন্ডোজ]], [[উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন)|উবুন্টু]], [[আইওএস]], [[ক্রোম ওএস]], [[ম্যাক ওএস]] ও [[এনড্রয়েড চালিত মোবাইলের তালিকা|অ্যান্ড্রয়েড]] প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালাবার জন্য পরিবেশ তৈরি করে। ব্যবহারকারীর কাছে অপারেটিং সিস্টেমের সবচেয়ে দৃশ্যমান রূপ হল কম্পিউটারের [[ব্যবহারকারী ইন্টারফেস]]।
 
সাধারণ উদ্দেশ্যের জন্য নির্মিত<ref>[https://www.oreilly.com/library/view/operating-system-concepts/9780471694663/pt07.html Special purpose systems and general-purpose systems terms]</ref> ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলির মধ্যে আধিপত্য বিস্তারকারীটির নাম হল [[মাইক্রোসফট উইন্ডোজ]], যা বিশ্ব বাজারের প্রায় তিন-চতুর্থাংশ দখল করে আছে। [[অ্যাপল ইনকর্পোরেটেড|অ্যাপল]] কোম্পানির [[ম্যাকওএস]] প্রায় ১৮% এবং [[লিনাক্স]] অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার প্রায় ২% ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়।<ref>{{Cite web|title=Desktop Operating System Market Share Worldwide|url=https://gs.statcounter.com/os-market-share/desktop/worldwide/|access-date=2020-10-31|website=StatCounter Global Stats|language=en}}</ref> [[মোবাইল অপারেটিং সিস্টেম]]গুলির মধ্যে (যার মধ্যে বুদ্ধিমান মুঠোফোন বা [[স্মার্টফোন]] ও [[ট্যাবলেট কম্পিউটার]] অন্তর্ভুক্ত) গুগল কোম্পানির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বাজারাংশ ২০২০ সালের জুলাই মাসের সর্বশেষ তথ্যানুযায়ী ৮৭% ছিল।<ref>{{Cite web|title=iOS More Popular in Japan and US, Android Dominates in China and India |url=https://www.pcmag.com/news/ios-more-popular-in-japan-and-us-android-dominates-in-china-and-india/|access-date=2021-02-24|website=PCMag|language=en}}</ref> এর বিপরীতে অ্যাপল কোম্পানির [[আইওএস]] অপারেটিং সিস্টেমটির বাজারাংশ ছিল ১৩%। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন বিতরণগুলি সার্ভার ও সুপারকম্পিউটার খাতে আধিপত্য বিস্তার করেছে। এছাড়া বিশেষায়িত শ্রেণীর তথা বিশেষ উদ্দেশ্যের অপারেটিং সিস্টেমেরও<ref>[https://www.oreilly.com/library/view/operating-system-concepts/9780471694663/pt07.html Special purpose systems and general-purpose systems terms]</ref><ref>[https://www.acs.eonerc.rwth-aachen.de/cms/E-ON-ERC-ACS/Studium/Lehrveranstaltungen/~lrhs/Spezial-Betriebssysteme/?lidx=1 Special-purpose operating system term]</ref> (যেমন গ্রথিত ও বাস্তব-সময় ব্যবস্থাসমূহ) অনেক প্রয়োগ আছে।
কিছু অপারেটিং সিস্টেম কম্পিউটারে সংস্থাপন বা ইনস্টল করতে হয়। আবার কিছু কিছু অপারেটিং সিস্টেম ক্রয়কৃত কম্পিউটারে পূর্ব-সংস্থাপিত হয়ে থাকতে পারে। আবার কিছু কিছু অপারেটিং সিস্টেম অন্যান্য তথ্য সংরক্ষণ মাধ্যম যেমন লাইভ সিডি বা ফ্ল্যাশ মেমরি থেকে সরাসরি চালানো সম্ভব।
 
== বহুপ্রোগ্রামিং ==