ইসলামের নবি ও রাসুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Libamu (আলোচনা | অবদান)
পরিষ্কারকরণ
৪ নং লাইন:
'''ইসলামের নবি ও রাসুল''' (বিকল্প বানানে '''নবী ও রাসূল''') ({{lang-ar|الأنبياء والرسل في الإسلام|translit=''আল-আনবিয়া ওয়ার রুসুল ফিল ইসলাম''}}) বা '''ইসলামের পয়গম্বর''' ({{lang-fa|پیامبران در اسلام|translit=''পয়ম্বরান দার ইসলাম''}}) হলেন সেই সকল ব্যক্তিত্ব যাদেরকে মুসলিমগণ [[আল্লাহ]] কর্তৃক মানুষের দিক-নির্দেশনা প্রদানের জন্য মনোনীত হিসাবে বিবেচনা করে। ইসলামী পরিভাষায় তাদেরকে বলা হয় ''[[নবি]]'' (বহুবচনঃ أَنْبِيَاء, ''আনবিয়া'', অর্থঃ প্রতিনিধি, সতর্ককারী) ও ''[[রাসুল]]'' (বহুবচনঃ رُسُل , ''রুসুল'' অর্থঃ বার্তাবাহক) বা ''মুরসাল'' (مُرْسَل, বহুবচনঃ مُرْسَلُون, ''মুরসালুন'', অর্থঃ বার্তাবাহক)।
 
ইসলামি ঐতিহ্য মতে আল্লাহ প্রত্যেক জাতির নিকট নবিদেরকে প্রেরণ করেছেন। [[ইসলাম|'''ইসলাম ধর্ম,''']] মতে একমাত্র [[মুহাম্মাদ]]ই (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সমগ্র মানবজাতির নিকট আল্লাহ্‌র বার্তা পৌছানোর জন্য প্রেরিত হয়েছিলেন এবং অপর সকল নবিগণ নির্দিষ্ট এক বা একাধিক গোত্র বা জাতির জন্যে প্রেরিত হয়েছিলেন।
 
[[ইহুদি ধর্ম|ইহুদি]] ও [[খ্রিস্ট ধর্ম|খ্রিষ্টধর্মের]] বিপরীতে, [[ইসলাম]]ে [[নবি]] ও [[রাসুল]]ের বর্ণনা দেওয়া হয় এভাবে যে, উভয়ই ঐশী প্রত্যাদেশ প্রাপ্ত এবং [[রাসুল|রাসুলগণ]] (বার্তবাহক) গ্রন্থ আকারে একটি সম্প্রদায়ের জন্য [[আসমানী কিতাব|ঐশী বার্তা]] প্রদান করেন, কিন্তু রাসুল নন এমন নবিগণ কোন গ্রন্থ বহন করেন না। ইসলামী বিশ্বাসমতে, নবিগণ আল্লাহ কর্তৃক পরকালে জান্নাত বা স্বর্গ লাভের নিশ্চয়তা প্রাপ্ত ব্যক্তি।