আজিজুল হক (শায়খুল হাদিস): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
৪০ নং লাইন:
ছাত্রজীবন থেকে [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ব্রিটিশ বিরোধী আন্দোলনের]] মাধ্যমে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। তিনি তৎকালীন বাংলাদেশের আলেমদের একমাত্র রাজনৈতিক দল [[জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ|জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের]] আমীর ছিলেন। [[মুহাম্মদুল্লাহ হাফেজ্জী]] রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি তার সমস্ত কর্মকাণ্ডের প্রধান মুখপাত্র ও [[বাংলাদেশ খেলাফত আন্দোলন]]ের জ্যৈষ্ঠ নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন। হাফেজ্জীর মৃত্যুর পর তিনি [[বাংলাদেশ খেলাফত মজলিস]] প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে [[ইসলামী ঐক্যজোট]]ের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৩ সালে [[বাবরি মসজিদ ধ্বংস|বাবরি মসজিদ ধ্বংসের]] প্রতিবাদে তিনি অযোধ্যা অভিমুখে ৫ লক্ষ মানুষের এক ঐতিহাসিক লংমার্চে নেতৃত্ব দেন, যা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।<ref name="বেলায়েত"/> এছাড়াও তিনি [[ফতোয়া]] বিরোধী রায়, [[কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮|কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি]] আদায় সহ বহু আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন এবং কারাবরণ করেন।<ref name="বাংলাদেশ প্রতিদিন"/> তিনি প্রচলিত [[গণতন্ত্র|গণতান্ত্রিক]] ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রে [[ইসলাম]] প্রতিষ্ঠা খুবই কঠিন মনে করতেন। তার দল বিভিন্ন নির্বাচনে অংশ নিলেও তিনি নিজে কোনোদিন প্রার্থী হননি। তার মতে [[খিলাফত]] রাষ্ট্রব্যবস্থাই হচ্ছে মানুষের মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পন্থা।<ref name="মবনু"/> [[শেখ মুজিবুর রহমান|শেখ মুজিবুর রহমানের]] সাথে তার ঘনিষ্ঠতা ছিল। তিনি [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] আগে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে শেখ মুজিবকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন।<ref name="বেলায়েত"/> বাংলাদেশের মার্কিন দূতাবাসের এক ফাঁসকৃত তারবার্তায় বলা হয়, [[শেখ হাসিনা]] শৈশবে খুব শ্রদ্ধার সাথে তার বই পড়তেন এবং ভক্ত ছিলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.thedailystar.net/news-detail-202269?amp|শিরোনাম=হাসিনা ইন চাইল্ডহুড এডমাইরেড শায়খুল!|তারিখ=১৩ সেপ্টেম্বর ২০১১|কর্ম=ডেইলি স্টার|সংগ্রহের-তারিখ=৭ জুন ২০২১|আর্কাইভের-তারিখ=২১ এপ্রিল ২০২১|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20210421021403/https://www.thedailystar.net/news-detail-202269?amp|ইউআরএল-অবস্থা=কার্যকর}}</ref>
 
তিনি [[বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ|বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের]] সহ প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক। তার প্রতিষ্ঠিত মাদ্রাসা [[জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা]]। এছাড়াও তিনি বিভিন্ন [[মাদ্রাসা]] ও [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] অতিথি অধ্যাপক হিসেবে ৩ বছর হাদিসশাস্ত্রে পাঠদান করেছেন। তিনি [[আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড|আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের]] শরিয়া বোর্ডের সভাপতি ছিলেন। [[জাতীয় ঈদগাহ (বাংলাদেশ)|জাতীয় ঈদগাহেও]] কয়েক বছর ইমামতি করেছেন। তার প্রতিষ্ঠিত পত্রিকার নাম ''[[মাসিক রাহমানী পয়গাম]]''। ''[[দিওয়ানুল আজিজ]]'' তার একটি কাব্য সংকলন।
 
== প্রারম্ভিক জীবন ও শিক্ষা ==