উইকিপিডিয়া আলোচনা:চিত্রলেখা ঢাকা ২০২৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কিছু প্রশ্ন: নতুন অনুচ্ছেদ
৪ নং লাইন:
 
এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কোথায় আলোচনা হয়েছে? এর আয়োজক কারা? পুরস্কার কে দিবে? @[[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] প্রকল্প পাতা তৈরি করলেও কড়িকাঠ প্রকল্পের সাথে Meghmollar2017 এর কোনো সংযোগ খুঁজে পেলাম না। [[m:Project Korikath/Team]] পাতায় তার নাম নেই। প্রকল্প সংশ্লিষ্টরা এই প্রতিযোগিতার ব্যাপারে জানে তো? সদুত্তর পেলে আমিও অংশগ্রহণে আগ্রহী। ধন্যবাদ। — [[User:Yahya|<span style="color:green; font-weight:bold;">ইয়াহিয়া</span>]] ([[User talk:Yahya#top|আলাপ]] • [[Special:Contributions/Yahya|অবদান]]) - ১৪:৫৯, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
 
:@[[ব্যবহারকারী:Yahya|Yahya]] ভাই, আপনার বার্তার জন্য ধন্যবাদ। আমিই এই প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছিলাম অনেকদিন থেকে। রমজানে প্রায় একমাসের মতো বন্ধ থাকায় এটাকে কাজে লাগাতে চাইছিলাম। সুযোগটা হঠাৎ করে চলে আসা। হুট করে আয়োজন সম্পন্ন করতে হলো, নয়তো যথেষ্ট সময় পাওয়া যেত না। প্রতিযোগিতার পুরস্কারের অর্থ প্রজেক্ট কড়িকাঠ তাদের ফান্ড থেকে দেবে। আপনি ব্যক্তিগতভাবে জানেন, আমি ঢাকার বাইরে থাকি, যার জন্য কড়িকাঠের সাথে সরাসরি অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে প্রতিযোগিতা সম্পর্কে আমার প্রজেক্ট কড়িকাঠের সাথে কথা হয়েছে। ঢাকার মধ্যে কড়িকাঠের আয়োজন থেকে দেখেছি অনেক জায়গা সম্পর্কে উইকিপিডিয়ায় কভারেজ নেই। সেই থেকে এই প্রতিযোগিতার চিন্তা মাথায় আসা। এই বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছে এবং কড়িকাঠের কার্যক্রমের অংশ হিসেবে রাখতে চেয়েছে। ([[:m:Project Korikath/Events#Campaigns]]) আমি আশা করছি, বাংলা উইকিপিডিয়ায় একটি সুন্দর প্রতিযোগিতা আয়োজন করতে পারব এবং এক্ষেত্রে বাংলা উইকির সবার সহযোগিতা পাব। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১৫:২২, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
"চিত্রলেখা ঢাকা ২০২৩" প্রকল্প পাতায় ফিরুন।