বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AstroWizard (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
AstroWizard (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪২ নং লাইন:
::আপনি যেটি পড়তে বলেছেন এই প্রথমবারের মতো পড়লাম, আমার খুব ভালো লাগলো এবং বুঝতে পারলাম আমার দোষগুলি। নিজের সাথে দোষগুলো তুলনা করতে পারলাম। আপনার আমাকে ব্লক করাটা একদিকে যৌক্তিক ছিল। আমি আমার সম্পন্ন ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যৎ এই ভুলগুলি এড়িয়ে চলবো কথা দিচ্ছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি, প্রিয় মাসুম-আল-হাসান। উপরে আপনার সাথে মোটেও ভালোভাবে কথা বলা হয়নি, কিন্তু নীতি অনুযায়ী আপনি সবসময় আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন। এর থেকে এটাও প্রমাণ হয় আপনি বাংলা উইকিপিডিয়ার কতো নীতিমালা সম্পর্কে জ্ঞাতো। এবার আমি এটাও বুঝতে পারছি ইয়াহিয়া কেন আমাকে অভদ্র বলেছিল(তিনি সত্যই বলেছিলেন)। এরপর ভালোভাবে সব নীতিমালা পড়েই বাংলা উইকিপিডিয়ায় অবদানের এক নতুন যাএা শুরু করবো। আমার এর থেকে বেশি কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না, ব্যক্তিগতজীবনেও মানসিকভাবেও অসুস্থ, বারবার আপনাদের কথা মাথায় আসছে; ঈস্! আমার উইকিপিডিয়ায় সবার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে। কোন কাজেও মন বসছে না। কিন্তু শেষে একটি কথাই বলতে চাই প্রশাসক হিসেবে আপনার সিদ্ধান্তও সঠিক ছিল, তাই আপনাকে করা উপরের মন্তব্য কেটে দিলাম, সম্প্রদায় আপনাকে প্রশাসক বানানোর সিদ্ধান্তও সঠিক নিয়েছিলেন; আপনার এই কাজটি পূরণ করার সত্যিই যোগ্যতা আছে। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১৯:২৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)
:::এইভাবে অনুরোধ করাটা উচিত নয়, তাই আমি টেমপ্লেটটি সরিয়ে দিলাম। যেহেতু আপনি আমাকে বাধা দিয়েছেন, তাই আপনাকে সরাসরি বলছি। প্রিয়, {{উ|RockyMasum}} আমাকে সর্বশেষ সুযোগ আপনি করে দেবেন। আমাকে পুনরায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার সুযোগ করে দেবেন। যেহেতু আমি বাংলা উইকিপিডিয়ার ক্ষতি চাইনি, সেই দিকে তাকিয়ে না হয় আমাকে সুযোগ করে দেন। আমি কথা দিচ্ছি এই ভুল আমি করবো না। আপনার কাছে একান্তভাবে ক্ষমার সাথে অনুরোধ করছি, দয়া করে আমার অনুরোধ উপেক্ষা করে দেবেন না। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১২:৫৭, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
::::আমি এখনই বিস্তারিতভাবে আপনাদের পরিচয়গুলো দেখলাম [[উইকিমিডিয়া বাংলাদেশ#নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ|এখানে]]। এবার আমার আরও বেশি লজ্জা লাগছে, যে আমি কাদের সাথে কথা বলছিলাম এভাবে। আমি এখন ঐটাই ভাবছি, আপনারা সবাই আমার নামের পিছনে কি কি আলোচনা করছিলেন আমার সম্পর্কে। আন্তরিকতার সহিত ক্ষমাপ্রার্থী আপনি সহ উইকিমিডিয়ার স্টাফদের কাছে। আপনাদের জন্যও বাংলা উইকিপিডিয়ার এই পর্যায়ে পৌঁছেছে, সুতরাং সবার জন্য শুভকামনা। আমরা শুধু অনলাইন করি কিন্তু আপনারা অনলাইন সহ অফলাইন কঠোর পরিশ্রম করেন। আপনারা অন্যের উপকারের চিন্তা করছেন, মুক্তজ্ঞানের এই প্রকল্পটি বধিত করতে; দেখবেন আপনাদের এই কঠোর পরিশ্রম কোনদিন বৃথা যাবে না, এর ভালো ফল আপনাদের সবাই পাবেন একদিন। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১৩:১১, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
 
* এখন পর্যন্ত অনেককেই নানাভাবে সুযোগ দেওয়া হয়েছে। ওহিদ ভাইকেও সেই হিসেবে সুযোগ দেওয়া যায়। এর আগেও উনাকে সতর্ক করা হয়েছে, উনি সেই সুযোগগুলো হারিয়েছেন। তবু আরেকবারের জন্য সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে এবারই সর্বশেষ সুযোগ। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১৮:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)