হুসাইন আহমদ মাদানি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অ বানান ও অন্যান্য সংশোধন |
বানান সংশোধন ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা |
||
৩২ নং লাইন:
==প্রারম্ভিক জীবন==
=== জন্ম ও বংশ ===
মাদানি ১৮৭৯ [[খ্রিস্টাব্দ]]/১৯ শাওয়াল ১২৯৬ [[হিজরী]]তে [[ভারত|ভারতের]] [[উত্তরপ্রদেশ|উত্তরপ্রদেশের]] অন্তর্গত [[উন্নাও জেলা|উন্নাও জেলার]] বাঙ্গারমৌ নামক [[মৌজা]]য় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ হাবিবুল্লাহ ও মাতার নাম নুরুন্নিসা।<ref name=":ফরীদুল ওয়াহিদী">{{বই উদ্ধৃতি|শিরোনাম=মাওলানা হুসাইন আহমদ মাদানি|শেষাংশ=ওয়াহিদী|প্রথমাংশ=ফরীদুল|বছর=১৯৯২|প্রকাশক=কওমী কিতাব ঘর|অবস্থান=দিল্লী|পাতাসমূহ=৩৪|আইএসবিএন=}}</ref> উভয়ই তৎকালীন প্রসিদ্ধ আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদীর মুরিদ ছিলেন।<ref name=":আসির আদ্রাভি">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/maasir-i-shaikhulislam-mujahid-i-jalil-hazrat-maulana-sayyid-husain-ahmad-madni-quds-i-sarah-ki-misali-zindagi-aur-karname/oclc/20799587|শিরোনাম=মাআসিরে শায়খুল ইসলাম : মুজাহিদে জলিল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি (কু.) কি মিসালি জিন্দেগী আওর
বংশগতভাবে তিনি ছিলেন নাজীবুত তারফায়ন অর্থাৎ পিতা ও মাতা উভয়ই দিক থেকে তিনি [[মুহাম্মদ|মুহাম্মদের]] বংশধর।<ref>{{মাদানি|নকশে হায়াত|p=২৫}}</ref> উভয়ের পঞ্চম পূর্বপুরুষ শাহ মুদনে গিয়ে তাদের বংশধারা মিলিত হয়।<ref>“শাজারায়ে মুবারাকা” আল জমিয়ত পত্রিকা, [[দিল্লী]], [[জমিয়ত উলামায়ে হিন্দ]], ফেব্রুয়ারি ১৯৫৮, শায়খুল ইসলাম সংখ্যা, পৃ. ৮</ref> [[হুসাইন ইবনে আলী]] তার ৩৩ তম পূর্বপুরুষ ছিলেন। তার ২৭ তম পূর্বপুরুষ ছিলেন সৈয়দ মুহাম্মদ মাদানি।{{Efn|তার বংশধারা: شاه سید حسین احمد مدني بن سید حبیب الله بن سبد پیر علی بن سید جهانغير بخش بن سبد نور أشرف بن شاه مدن بن شاہ محمد ماه شاهي بن الله بن شاه صفة الله بن شاه محب الله بن شاہ محمود بن شاد لدهن بن شاه قلندر بن شاه منور بن شاہ راجو بن شاہ عبد الواحد بن شاه محمد زاهدی بن شاہ نور الحق بن سید شاه زيد بن سید شاه أحمد زاهد بن سید شاه حمزة بن شاه أبو بكر بن سید شاہ عمر بن سید شاہ محمد بن سید شاه أحمد توخنه تمثال رسول بن د علي بن سید حسین بن سید محمد مدني المعروف سید ناصر ترمذي بن سید حسین بن سید موسی حمصة بن سيد علي بن سیدحسين أصغر بن الإمام علي زين العابدين بن الإمام حسين ابن فاطمة بنت محمد رسول الله صلى الله عليه وسلم}} ধর্ম প্রচারের লক্ষ্যে তিনি [[মদিনা]] থেকে [[তিরমিজ|তিরমিজে]] আসেন। তারই প্রপৌত্র সৈয়দ আহমদ তুখনা পিতার মৃত্যুর পর তিরমিজ থেকে [[লাহোর|লাহোরে]] চলে আসেন এবং তার মাধ্যমেই ভারতবর্ষে [[হুসাইন ইবনে আলী|হুসাইন ইবনে আলীর]] বংশধারা বিস্তার লাভ করে।<ref>মাদানি, নকশে হায়াত, প্রাগুক্ত, পৃষ্ঠা ২১</ref>
৪৩ নং লাইন:
১৮৯২ সালে তিনি [[দারুল উলুম দেওবন্দ|দারুল উলুম দেওবন্দে]] ভর্তি হন।<ref name=":মেহবুব রিজভী">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/tarikh-i-darululum-diyoband/oclc/30891962|শিরোনাম=তারীখে দারুল উলুম দেওবন্দ|শেষাংশ=মেহবুব রিজভী|প্রথমাংশ=সৈয়দ|লেখক-সংযোগ=সৈয়দ মেহবুব রিজভী|তারিখ=১৯৭৭|বছর=|প্রকাশক=ইদারায়ে দারুল উলুম দেওবন্দ|অবস্থান=[[দেওবন্দ]]|পাতাসমূহ=৮২|ভাষা=Ur|আইএসবিএন=|oclc=30891962|আর্কাইভের-ইউআরএল=https://archive.org/details/TareekhEDarulUloomDeoband/Tareekh%20E%20Darul%20Uloom%20Deoband%20Vol%201%20By%20Sayed%20Mahboob%20Rizvi|আর্কাইভের-তারিখ=২৩ মার্চ ২০১৪|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংস্করণ=২য়}}</ref> তখন দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিস (প্রধান শিক্ষক) ছিলেন [[মাহমুদ হাসান দেওবন্দি]], মুহতামিম [[সৈয়দ মুহাম্মদ আবেদ]] ও পৃষ্ঠপোষক [[রশিদ আহমদ গাঙ্গুহি]]। প্রধানত [[মাহমুদ হাসান দেওবন্দি]] তার শিক্ষার কাজে তত্ত্বাবধান করতেন। তার বড় ভাই ছিদ্দিক আহমদ [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] খাদেম হওয়ার সুবাদে প্রথমদিন থেকেই তিনি দেওবন্দির সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। ''মিজান''{{efn|আরবি ব্যকরণের বই}} ও ''গুলিস্তা''{{efn|ফার্সি কবি [[শেখ সাদি]]র রচিত কবিতার বই}} থেকে তার অধ্যয়ন শুরু হয়। পাঠ উদ্বোধনের জন্য তাকে [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] কাছে নেওয়া হলে সেখানে [[খলিল আহমদ সাহারানপুরি]] উপস্থিত ছিলেন এবং দেওবন্দির অনুরোধে সাহারানপুরি তার পাঠ উদ্বোধন করেন।<ref name=":আসির আদ্রাভি ফরীদ">আসির আদ্রাভি, প্রাগুক্ত। ফরীদ উদ্দিন মাসউদ সম্পাদিত, শায়খুল ইসলাম হযরত মাওলানা মাদানি : জীবন ও সংগ্রাম (১৯৯১), জামান প্রিন্টার্স, [[ঢাকা]], পৃ. ৬</ref>
দেওবন্দে তার অধ্যয়নকাল ছিল সাড়ে ছয় থেকে সাত বছর। এই সময়ে তিনি [[দারসে নিজামি|দারসে নিজামির]] অন্তর্ভুক্ত ১৭টি বিষয়ের ৬৭টি কিতাব অধ্যয়ন সমাপ্ত করেন। ১১ জন শিক্ষকমণ্ডলীর মধ্যে [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] কাছে তিনি সবচেয়ে বেশি অর্থাৎ ২৪টি কিতাব পড়েছেন। তন্মধ্যে ১০টি শ্রেণিকক্ষে এবং ১৪টি ব্যক্তিগতভাবে। [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] এই অতিরিক্ত যত্নের কারণে মাদানি দেওবন্দের শিক্ষাকোর্স স্বল্প সময়ে সমাপ্ত করতে সক্ষম হয়েছিলেন।<ref name=":রশিদুল ওয়াহিদী">{{বই উদ্ধৃতি|শিরোনাম=শায়খুল ইসলাম মাদানি : হায়াত ওয়া
তিনি যে বছর দেওবন্দে ভর্তি হন সেটি ছিল দেওবন্দের ২৭তম শিক্ষাবর্ষ। তখন পর্যন্ত সেখানে মাতবাখ বিভাগ (খাবারঘর) চালু করা সম্ভব হয়নি। ছাত্রদের খাওয়া-দাওয়া কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও স্থানীয়দের সহযোগিতায় ভিত্তিতে হত। সে অনুসারে মাদানির আহারের ব্যবস্থা হয় [[মুহাম্মদ কাসেম নানুতুবি|মুহাম্মদ কাসেম নানুতুবির]] পুত্র [[হাফেজ মুহাম্মদ আহমদ|হাফেজ মুহাম্মদ আহমদের]] গৃহে।<ref>মাদানি, নকশে হায়াত, প্রাগুক্ত, পৃষ্ঠা ৫৯</ref>
১০২ নং লাইন:
মদিনায় তিনি [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] বিপ্লবের কাজে পূর্ণ সহযোগিতা করেছেন। প্রথমদিকে গভর্নর বসরি পাশা কতিপয় মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে দেওবন্দিকে সন্দেহের চোখে দেখত এবং কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করত। মাদানির প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হয় এবং কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। [[উসমানীয় সাম্রাজ্য|তুর্কি সরকারের]] যুদ্ধমন্ত্রী [[আনোয়ার পাশা (সৈনিক)|আনোয়ার পাশা]] ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামরিক সর্বাধিনায়ক [[জামাল পাশা]] মদিনায় আগমন করলে তাদের সাথে তিনিই [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] একান্তে বৈঠকের ব্যবস্থা করে দেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি উপলক্ষে মদিনায় আয়ােজিত মাশায়েখ সম্মেলনে তিনি মুসলিম বিশ্বের সমকালীন পরিস্থিতির প্রেক্ষিতে [[জিহাদ|জিহাদের]] গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি দেওবন্দির [[মক্কা]] ও [[তাইফ]] সফরে সঙ্গে ছিলেন। মক্কার বিদ্রোহী গভর্ণর [[হুসাইন বিন আলি, মক্কার শরিফ|শরিফ হুসাইনের]] বিদ্রোহের পর দেওবন্দি তাইফে অবরুদ্ধ হলে তারই প্রচেষ্টায় বেরিয়ে আনা সম্ভব হয়েছিল। তারপর ইংরেজদের সহযোগী শরিফ কর্তৃক দেওবন্দিকে গ্রেফতারের আদেশ জারী করা হলে তিনিই তাকে আত্মগোপনের ব্যবস্থা করে দেন। পুলিশ দেওবন্দিকে খুঁজে না পেয়ে মাদানিকে গ্রেফতার করে ও জেলে প্রেরণ করে।<ref>আসির আদ্রাভি, প্রাগুক্ত, পৃ. ১৩৪</ref> এরই মধ্যে দেওবন্দিকেও গ্রেফতার করে [[জেদ্দা|জেদ্দায়]] প্রেরণ করা হয়। মাদানির উপর তখন পর্যন্ত ইংরেজ সরকারের বড় ধরনের কোন অভিযােগ না থাকায় মাদানি মুক্তি পেয়ে গিয়েছিলেন। কিন্তু দেওবন্দির বার্ধক্য ও কারাজীবনের দুঃখ-কষ্টের কথা চিন্তা করে তিনি মদিনায় ফিরে যান নি। তিনি কৌশলে কর্তৃপক্ষকে প্রভাবিত করে দেওবন্দির সাথে স্বেচ্ছায় কারাবরণ করেন।<ref>আসির আদ্রাভি, প্রাগুক্ত, পৃ. ১৩৫</ref>
১৯১৬ সালের সফর মাসে তাদেরকে [[মিশর|মিশরের]] রাজধানী [[কায়রো]] প্রেরণ করা হয়। সেখান থেকে [[নীলনদ|নীলনদের]] অপর তীরে অবস্থিত জীযার প্রাচীন জেলখানা আল মাকালুল আসওয়াদের সামরিক আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ ও বিচার করা হয়।<ref name=":দেওবন্দি
মাদানি আজীবন রাজনীতিতে [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] নীতি অনুসরণ করেছেন এবং [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতার]] পক্ষে ছিলেন। ১৯০৯ সালে প্রথমবার তিনি ইংরেজদের বিরুদ্ধে [[জিহাদ|জিহাদের]] প্রয়োজনীয়তা অনুভব করেন যখন তিনি দ্বিতীয়বারের মতো [[মাহমুদ হাসান দেওবন্দি|মাহমুদ হাসান দেওবন্দির]] কাছে হাদিস অধ্যয়ন করছিলেন। ১৯১৫ সালের আগ পর্যন্ত তিনি দেওবন্দির [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা আন্দোলনের]] কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেননি কারণ তা গোপনে পরিচালিত হয়েছিল। ১৯১৫ সালের [[মুহররম|মুহররম মাসে]] দেওবন্দি [[মদিনা|মদিনায়]] পৌঁছে তাকে ও [[খলিল আহমদ সাহারানপুরি|খলিল আহমদ সাহারানপুরিকে]] বিপ্লবের বিস্তারিত বিবরণ পেশ করলে উভয়ই তাতে সংযুক্ত হন।<ref name=":দেওবন্দি তাহরীক">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/tarik-i-shaikhulhind-maulana-mamudulasan-ramatullah-angrezi-sarkar-ki-zaban-men-reshmi-khutut-sazish-kes-mafu-rika-ka-urdu-tarjamah/oclc/978188683&referer=brief_results|শিরোনাম=তাহরীকে শায়খুল হিন্দ|শেষাংশ=দেওবন্দি|প্রথমাংশ=মুহাম্মদ মিয়া|তারিখ=১৯৭৫|বছর=|প্রকাশক=আল জমিয়ত বুক ডিপো|অবস্থান=দিল্লী|পাতাসমূহ=৮০|ভাষা=Ur|আইএসবিএন=|oclc=978188683|আর্কাইভের-ইউআরএল=https://archive.org/details/Tehreek-i-Shaykh-ul-Hind/page/n3/mode/2up|আর্কাইভের-তারিখ=৮ অক্টোবর ২০১৮}}</ref>
১৫৫ নং লাইন:
তার এই বক্তব্যে “খালেকদীনা” হলে মারহাবা, মারহাবা ধ্বনি উচ্চারিত হয় এবং [[মুহাম্মদ আলি জওহর]] সম্মুখ অগ্রসর হয়ে তার পদ চুম্বন করে।<ref>আরশাদ, প্রাগুক্ত, পৃ. ৪৮০</ref> জবানবন্দির পর মামলাটি নিম্ন কোর্ট থেকে স্থানান্তর করে সেশন কোর্ট জুডিশিয়াল কমিশনারের হাতে ন্যস্ত করা হয়। এখানেও তিনি আরো বিস্তারিতভাবে পূর্বের বক্তব্য তুলে ধরেন। যা “''দেলীরানা ওয়া শুজাআনা দুসরা বয়ান'' ” নামক পুস্তিকা আকারে প্রকাশিত হয়। তার এই বক্তব্য আদালতে উপস্থাপন করা হলে তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।<ref name=":6" />
মাল্টা থেকে মুক্তির ১৫ মাস পর তার আবার কারাবরণ শুরু হয়। তিনি পূর্বের ন্যায় জেলেও বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ডে আপত্তি জানান। যেমন: শুধু হাটু পর্যন্ত পায়জামা পড়তে দেয়া, তল্লাশীকালে উলঙ্গ করে ফেলা, উচ্চ আওয়াজে আজান দিতে নিষেধাজ্ঞা ইত্যাদি। তার এই প্রতিবাদের
দুই বছর পর তিনি ১৯২৩ সালের অক্টোবর মাসে মুক্তিলাভ করেন। তার জন্য বিভিন্ন জায়গায় সংবর্ধনার আয়োজন করা হলেও তিনি গোপনে বাড়িতে চলে যান। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমাদের কিসের আনন্দ মিছিল? আমরা কি ইংরেজকে পরাজিত করতে সক্ষম হয়েছি?”
তার মুক্তির আগের বছর ১৯২২ সালে [[মোস্তফা কামাল আতাতুর্ক]] তুরস্কের [[উসমানীয় খিলাফত|উসমানীয় খিলাফতের]] খলিফা ৬ষ্ঠ মুহাম্মদকে পদচ্যুত করেছিলেন। তার আহ্বানকৃত আন্দোলনটিও প্রায় নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। তিনি মুক্তির পর আন্দোলনটিতে পুনরায় জনসাধারন এবং আলেমগণকে উৎসাহিত করতে থাকেন। এক সময় [[চৌরী-চৌরা ঘটনা, ১৯২২|চৌরী-চৌরা ঘটনায়]] রাগান্বিত হয়ে জনতা থানায় অগ্নিসংযোগ করে, যার ফলে ১২জন পুলিশ অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এই ঘটনার
=== সিলেটে আগমণ ===
১৮২ নং লাইন:
=== জিহাদ ও স্বাধীনতা সংগ্রাম ===
{{কাজ চলছে}}
১৮০৩ সালে সূচিত আলেমদের স্বাধীনতা সংগ্রামের নীতি [[রেশমি রুমাল আন্দোলন]] পর্যন্ত ছিল সশস্ত্র সম্মূখ যুদ্ধ নীতি। তবে [[মাহমুদ হাসান দেওবন্দি]] মাল্টা থেকে মুক্তির পর এই নীতির পরিবর্তন ঘটে। তিনি প্রস্তাব দেন যে, সরকারকে যদি জনগণের পক্ষ থেকে কোন সহযোগিতা প্রদান করা না হয়, তবে সরকার স্বেচ্ছায় পদচ্যুত হতে বাধ্য হবে। কেননা জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা ব্যাতিরেকে কোন সরকার ব্যবস্থাই প্রতিষ্ঠিত থাকতে পারবেনা। তার এই নীতি শুধু মুসলমানরাই নয়, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠ [[হিন্দু]] সম্প্রদায়ও এই নীতি মেনে নেয়, যে তাদের পক্ষ থেকে সরকার কোন সহযোগিতা লাভ করবেনা। হুসাইন আহমদ মাদানি এবং তার অনুসারীগণ মুক্তিলাভের পর তৎকালীন ভারতীয় রাজনৈতিক দল [[ভারতীয় জাতীয় কংগ্রেস|কংগ্রেস]] ও খেলাফত কমিটিতে যোগদান করেন। [[দেওবন্দি]] [[জমিয়ত উলামায়ে হিন্দ|জমিয়ত উলামায়ে হিন্দের]] বার্ষিক অধিবেশনে বলেছিলেন, মুক্তির জন্য [[হিন্দু]], [[মুসলিম]] ও [[শিখ|শিখদেরকে]] ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। মুক্তির ৫ মাস পর [[মাহমুদ হাসান দেওবন্দি]] মৃত্যুবরণ করলে হুসাইন আহমদ মাদানি তার স্থলাভিষিক্ত হন এবং আন্দোলন অব্যহত রাখেন। যা ১৯২১ সালে একটি গণজোয়ারে রূপ নেয়। তবে তখন ইংরেজদের ষড়যন্ত্রে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাওয়ায় আন্দোলন অব্যহত রাখা সম্ভব হয়নি। তাদের এই নীতি গ্রহণের
সাক্ষাতকারের ৩ মাসের মধ্যেই ১৯০৬ সালের ডিসেম্বর মাসে [[ঢাকা|ঢাকায়]] নওয়াব ভিকারুল মুল্কের নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয় এবং 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' নামে মুসলমানদের রাজনৈতিক দল গঠিত হয় এবং উগ্রপন্থী হিন্দুদেরও অনুরূপ একটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। স্যার এন্টুনী ম্যাকডোনান্ডের পৃষ্ঠপোষকতায় ১৯০০ সালে দিল্লীতে '<nowiki/>''মহামণ্ডল''<nowiki/>' নামে হিন্দুদের বৃহৎ সভা অনুষ্ঠিত হয়। দ্বারভাঙ্গার মহারাজা [[বেদ]] হাতে নিয়ে খালিপায়ে ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করে অনুষ্ঠানের আয়োজন করতে থাকেন। এ অনুষ্ঠানে প্রায় ১ লক্ষ হিন্দু যোগদান করে। ১৯০৬ সালের একই বছরে [[লাহোর|লাহোরে]] মহামন্ডলের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উগ্রপন্থী হিন্দুরা '''অল ইন্ডিয়া হিন্দু মহাসভা''<nowiki/>' নামে হিন্দুদের পৃথক প্রতিষ্ঠানের ঘোষণা দেয়। এভাবে ভারতে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা হতে থাকে। ১৯১৮ সালে খেলাফত আন্দোলন পূনরুজ্জীবিত হয়ে উঠলে ইংরেজরা এই বিভেদ সৃষ্টিতে আরও তৎপর হয়ে উঠে। ১৯১৮ সালের এই বিভেদ সৃষ্টির প্রয়াস তেমন সফলতা অর্জন করেনি। বরং [[অসহযোগ আন্দোলন|অসহযোগ আন্দোলনের]]
[[আলিগড়|আলিগড়ে]] [[পাঞ্জাব, ভারত|পাঞ্জাবের]] শিক্ষামন্ত্রী স্যার মিয়াঁ ফজলে হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ''অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনের'' একটি সভাতে ফজলে হুসাইন নিজের বক্তব্যে ইসলামি তাবলিগের ব্যাপারে গুরুত্ত্ব আরোপমূলক বক্তব্য দেয়াতে ''আখবারুল বাশীর'' নামক পত্রিকায় ধর্মীয় বিরোধিতা সৃষ্টির প্রয়াস বলে সন্দেহ করা হয়। ইংরেজ সরকার তাদের স্বার্থ উদ্ধারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ দলের বিরোধিতা বাঁধানোর পরিকল্পনাও করা হয়। এই পরিকল্পনাটি [[যুক্তপ্রদেশ (১৯৩৭–১৯৫০)|যুক্তপ্রদেশের]] বিচারপতি মি. প্লাউডন কর্তৃক প্রেরিত একটি পত্রের মাধ্যমে আরও পরিষ্কার হয়ে যায়। যার মধ্যে এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যাও ছিল।
ব্রিটিশকর্তৃক সংশোধিত আইন প্রয়োগের তদন্ত করতে ১৯২৭ সালে ব্রিটিশ সংসদ স্যার জন সায়মনের নেতৃত্বে ৭ জন সদস্যের একটি কমিশন গঠন করে, যা ''[[সাইমন কমিশন|সায়মন কমিশন]]'' নামে পরিচিত। কিন্তু সেই কমিশনে কোন ভারতীয়দেরকে রাখা হয়নি বলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়। তারা এই কমিশনকে "জাতীয় অবমাননা" বলে মন্তব্য করে। তারা এই কমিশন বয়কটের উদ্দেশ্যে ৭ ফেব্রুয়ারী কমিশন [[বোম্বাই]] অবতরণ করলে অবরোধ কর্মসূচি পালন করে, এবং "কমিশন ফিরে যাও" শ্লোগানে মূখরিত হয়ে উঠে। এই কমিশন ফিরানোর ব্যপারে [[জমিয়ত উলামায়ে হিন্দ]], খেলাফত কমিটি ও [[ভারতীয় জাতীয় কংগ্রেস|কংগ্রেস]] ঐক্যমত প্রকাশ করে। ডিসেম্বরে ড. মুখতার আহমদ আনসারির সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে, [[পেশাওয়ার|পেশাওয়ারে]] [[আনোয়ার শাহ কাশ্মিরি|আনোয়ার শাহ কাশ্মিরির]] সভাপতিত্বে অনুষ্ঠিত [[জমিয়ত উলামায়ে হিন্দ|জমিয়তের]] অধিবেশনে, [[কলকাতা|কলকাতায়]] অনুষ্ঠিত খেলাত কমিটির অধিবেশনে, স্যার মুহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে [[মুসলিম লীগ|মুসলিম লীগের]] অধিবেশনে কমিশন বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের ব্যাপারে হুসাইন আহমদ মাদানি বলেন, দেশ আমাদের, জনতা আমাদের, সমস্যা আমাদের, আর আইন প্রনয়ন ও সংশোধন করবে ইংরেজরা; এটা কখনও মেনে নেওয়া যায়না। স্যার মুহাম্মদ শফির নেতৃত্বাধীন শফি লীগ কমিশনকে সমর্থন জানায় এবং কমিশনবিরোধী দলগুলোর বিরুদ্ধাচরন করে। শফি লীগ মুসলিম লীগের অতিক্ষূদ্র শাখা হলেও এর প্রধান ছিলেন [[মুহাম্মদ আলী জিন্নাহ]]। তবে এই দল কমিশনের সমর্থক হলেও মুহাম্মদ আলী জিন্নাহ কমিশনবিরোধী ছিলেন। ইংরেজ এবং তাদের সমর্থনপ্রাপ্ত দলগুলো ধর্মভিত্তিক পৃথক নির্বাচন দাবি করলেও কিন্তু জিন্নাহ ধর্মীয় ঐক্য রক্ষার্থে এর প্রতিবাদ করেন। তবে পরবর্তিতে "[[নেহেরু রিপোর্ট]]"-এর
১৯২৭ সালে [[দিল্লি|দিল্লিতে]] [[মুহাম্মদ আলি জওহর|মুহাম্মদ আলি জওহরের]] উদ্যোগে জিন্নাহর সভাপতিত্বে ৩০ জন রাজনৈতিক নেতার অংশগ্রহণে রাজনৈতিক সমস্যা ও সাম্প্রদায়িক বৈরী মনোভাব নিরসনের উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ১৯টি প্রস্তাব গৃহীত হয়, যা "দিল্লি প্রস্তাব" নামে পরিচিত। সেই প্রস্তাবগুলোর মূল বিষয় ছিল:
২১৮ নং লাইন:
১৯৩১ সালের ৩১ ডিসম্বরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে সরাসরি স্বাধীনতার প্রস্তাব গৃহীত হলে জমিয়ত এবং কংগ্রেসের সাংগঠনিক ঐক্য বৃদ্ধি পায়।
১৯৩০ সালে আমরোহায় মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত জমিয়তের বার্ষিক অধিবেশনে হিফজুর রহমানের পরামর্শে সাংগঠনিক ভাবে কংগ্রেসকে পূর্ণ সমর্থন জানানো হয় এবং স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার প্রস্তাব গৃহীত হয়।
ঐবছরই ঐক্যবদ্ধ ভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ''আইন অমান্য'' আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের
১৯৩১ সালে মাদানি সপরিবারে হজ্জ্বে গমন করেন। তার ভ্রাতৃদ্বয় তাকে সেখানে অবস্থানের জন্য বললে তিনি বলেন, "আমাদের এত বছরের আন্দোলনের সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে এই পর্যায়ে ভোগ-বিলাসের উদ্দেশ্যে নিজের দল এবং দেশকে ত্যাগ করে পলায়ন করলে পরকালে প্রভূর সামনে মুখ দেখবো কিভাবে?" মাদানি হজ্জ্ব সমাপ্ত করে স্বদেশে প্রত্যাবর্তন করেন।
গোলটেবিল বৈঠক ব্যার্থ হয়ে গেলে ১৯৩১ সালে পুনরায় ঐক্যবদ্ধভাবে ''আইন অমান্য'' আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। এই আন্দোলন দমনের উদ্দেশ্যে ইংরেজরা জমিয়ত ও কংগ্রেসকে বেআইনী ঘোষণা করে। দলদ্বয়ের নথি ও তহবিল বাজেয়াপ্ত করে। আন্দোলন অব্যাহত রাখার জন্য জমিয়ত কার্যনির্বাহী পরিষদের স্থলে একশন কমিটি গঠন করে এবং ধারাবাহিক ভাবে অধিনায়ক নিযুক্ত করে। তন্মদ্ধে মাদানি ৩য় অধিনায়ক নিযুক্ত হন। ইতোপূর্বে যথাক্রমে কেফায়াতুল্লাহ দেহলভি ও আহমদ সাঈদ অধিনায়ক নিযুক্ত হয়েছিলেন। তবে তাদের নাম গোপন রাখা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় অধিনায়ক গ্রেফতার হয়েছিলেন। দিল্লি জামে মসজিদে যাত্রাকালে মাদানি নিজে গ্রেফতার হওয়ার কথা সুনিশ্চিত হয়ে নিজের বক্তব্য লিখে গ্রেফতারের আগমূহুর্তে মাওলানা আবুল মাহাসিন সাজ্জাদকে এটি মসজিদে পড়ে শুনাতে বলেন। এবং রাস্তাতেই গ্রেফতার হয়ে যান।
৪১০ নং লাইন:
== মৃত্যুবরণ ==
১৯৫৫ সালে তিনি [[হজ্জ|হজ্জে]] গমন করেন, যা ছিল তার জীবনের শেষ হজ্জ। এ হজ্জের পর তিনি বেশিদিন বেঁচে থাকেন নি। ঐ বছর [[জেদ্দা]] নৌবন্দরে তাকে রাজকীয় সম্মান জানানো হয় এবং তাকে স্বাগত জানিয়ে জাতীয় পত্রিকায় বিশেষ প্রবন্ধ ছাপানো হয়। হজ্জ শেষে [[মদিনা]] থেকে বিদায়ের সময় তিনি মুআজাহা শরীফে তিন ঘণ্টা দাড়িয়ে অশ্রু বিসর্জন করেছিলেন।<ref name=":আল হুসাইনি">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://archive.org/stream/Charagh-e-MuhammadsallallahuAlaihiWasallamByShaykhQaziMuhammadZahid/Charagh-e-MuhammadsallallahuAlaihiWasallamByShaykhQaziMuhammdZahid-ul-Husainir.a#mode/1up|শিরোনাম=চেরাগে মুহাম্মদ (সা.)|শেষাংশ=আল হুসাইনি|প্রথমাংশ=কাজী মুহাম্মদ জাহিদ|বছর=নভেম্বর ১৯৯৮|প্রকাশক=মদীনা পাবলিকেশন্স|অবস্থান=বাংলাবাজার, ঢাকা|পাতাসমূহ=৪৪২|অনুবাদক-শেষাংশ=খান|অনুবাদক-প্রথমাংশ=মুহিউদ্দীন|অনুবাদক-সংযোগ=মুহিউদ্দীন খান|আইএসবিএন=9847009900143|lay-url=https://www.boibazar.com/book/cherage-muhammod-sm|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ}}</ref> এ সফরে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে [[ভারত|ভারতে]] এসে পূর্বের ন্যায় একটানা সফর করা তার পক্ষে সম্ভব হয়নি। ১৯৫৭ সালের ৪ জুলাই তিনি দেড় মাসের সফর সূচি নিয়ে [[মাদ্রাজ]] গমন করেন। অত্যাধিক অসুস্থতায় ১৫ দিন যেতেই সফর থেকে ফিরে আসেন। ২৫ আগস্ট [[হাদিস|হাদিসের]] অধ্যাপনা করাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তিনি এই দায়িত্ব [[ফখরুদ্দীন আহমদ মুরাদাবাদী|ফখরুদ্দীন আহমদ মুরাদাবাদীর]] নিকট ন্যস্ত করে বাসায় অবস্থান করেন।<ref name=":আবদুর রশীদ">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com.bd/books/about/Bees_Bare_Musalmaan.html?id=WtU9twAACAAJ&redir_esc=y|শিরোনাম=বিশ বড়ে মুসলমান|শেষাংশ=আরশাদ|প্রথমাংশ=আবদুর রশিদ|তারিখ=১৯৭৫|বছর=|প্রকাশক=মাকতাবা রশিদিয়া|অবস্থান=পাকিস্তান|পাতাসমূহ=৫০৮|ভাষা=ur|আইএসবিএন=|lay-url=https://ci.nii.ac.jp/ncid/BB14061128.amp?l=en|lay-source=সিআইএনআইআই লাইব্রেরি|lay-date=১৪ জানুয়ারি ২০২১}}</ref> ১ ডিসেম্বর তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন। ৫ ডিসেম্বর সকাল ৯টা বাজে কামরা থেকে বের হয়ে দুপুর ১২টা পর্যন্ত সবার সাথে কুশলাদি বিনিময় করে নিজ কামরায় বিশ্রামে চলে যান এবং এ অবস্থায় মৃত্যুবরণ করেন।<ref name=":নাজমুদ্দিন">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/sirat-i-shaikhulislam-yani-muhaddis-i-kabir-mujahid-i-jalil-shaikh-i-kamil-hazrat-maulana-sayyid-husain-ahmad-madni-quds-i-sarah-ki-savanih-hayat-kamalat-khidmat-imtiyazat-o-khususiyat-ka-mufassal-tazkirah/oclc/21149167|শিরোনাম=সীরাতে শায়খুল ইসলাম : {{small|ইয়ানি মুহাদ্দিসে কাবির, মুজাহিদে জলিল, শায়খে কামিল, হজরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কু.সি. কে সাবানিহ হায়াত, কামালাত, খিদমাত, ইমতিয়াজাত ও খুসুসিয়াত কা মুফাচ্ছাল তাজকিরাহ}}|শেষাংশ=ইসলাহি|প্রথমাংশ=নাজমুদ্দিন|বছর=১৯৮৮|প্রকাশক=মাকতাবায়ে দ্বীনিয়া|অবস্থান=দেওবন্দ, সাহারানপুর, ইউপি, ভারত|খণ্ড=২য়|পাতাসমূহ=৫৩২|ভাষা=Ur|আইএসবিএন=|oclc=21149167|এলসিসিএন=89903418}}</ref> পরদিন শুক্রবার সকাল ৯টায় [[দারুল উলুম দেওবন্দ]] চত্বরে [[মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি|মুহাম্মদ জাকারিয়া কান্ধলভির]] ইমামতিতে তার [[জানাজার নামাজ]] অনুষ্ঠিত হয়। জানাজা শেষে [[মাজারে কাসেমি]]তে [[মাহমুদ হাসান দেওবন্দি]]র পাশে তাকে সমাহিত করা হয়।<ref name=":ডক্টর রশিদ">{{বই উদ্ধৃতি|শিরোনাম=শায়খুল ইসলাম মাদানি : হায়াত ওয়া
[[ভারত|ভারতের]] তৎকালীন রাষ্ট্রপতি [[রাজেন্দ্র প্রসাদ]] তার মৃত্যুর সংবাদ পেয়ে বলেছিলেন,
৬৩১ নং লাইন:
|-
|_row_count
|''শায়খুল ইসলাম মাদানি : হায়াত ওয়া
|রশিদুল ওয়াহিদী
|১৯৮৮
৮২৫ নং লাইন:
{{Refbegin|indent=yes}}
*{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/yih-the-shaikhulislam-hazrat-maulana-sayyid-husain-ahmad-madani/oclc/51086386|শিরোনাম=ইহ দি শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি|শেষাংশ=আজমি|প্রথমাংশ=আবুল হাসান|বছর=১৯৯৯|প্রকাশক=মাকতাবায়ে সাওতুল কুরআন|অবস্থান=দেওবন্দ|পাতাসমূহ=মোট ১১২|আইএসবিএন=|oclc=51086386|এলসিসিএন=2002296221}}
*{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/maasir-i-shaikhulislam-mujahid-i-jalil-hazrat-maulana-sayyid-husain-ahmad-madni-quds-i-sarah-ki-misali-zindagi-aur-karname/oclc/20799587|শিরোনাম=মাআসিরে শায়খুল ইসলাম {{small|(মুজাহিদে জলিল হজরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কু.সি. কে মিসালি জিন্দেগি আওর
*{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://archive.org/stream/Charagh-e-MuhammadsallallahuAlaihiWasallamByShaykhQaziMuhammadZahid/Charagh-e-MuhammadsallallahuAlaihiWasallamByShaykhQaziMuhammdZahid-ul-Husainir.a#mode/1up|শিরোনাম=চেরাগে মুহাম্মদ (সা.)|শেষাংশ=আল হুসাইনি|প্রথমাংশ=কাজী মুহাম্মদ জাহিদ|বছর=নভেম্বর ১৯৯৮|প্রকাশক=মদীনা পাবলিকেশন্স|অবস্থান=বাংলাবাজার, ঢাকা|পাতাসমূহ=মোট ৫৯১|অনুবাদক-শেষাংশ=খান|অনুবাদক-প্রথমাংশ=মুহিউদ্দীন|অনুবাদক-সংযোগ=মুহিউদ্দীন খান|আইএসবিএন=9847009900143|lay-url=https://www.boibazar.com/book/cherage-muhammod-sm|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ}}
*{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/title/sirat-i-shaikhulislam-yani-muhaddis-i-kabir-mujahid-i-jalil-shaikh-i-kamil-hazrat-maulana-sayyid-husain-ahmad-madni-quds-i-sarah-ki-savanih-hayat-kamalat-khidmat-imtiyazat-o-khususiyat-ka-mufassal-tazkirah/oclc/21149167|শিরোনাম=সীরাতে শায়খুল ইসলাম : {{small|ইয়ানি মুহাদ্দিসে কাবির, মুজাহিদে জলিল, শায়খে কামিল, হজরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কু.সি. কে সাবানিহ হায়াত, কামালাত, খিদমাত, ইমতিয়াজাত ও খুসুসিয়াত কা মুফাচ্ছাল তাজকিরাহ}}|শেষাংশ=ইসলাহি|প্রথমাংশ=নাজমুদ্দিন|বছর=১৯৮৮|প্রকাশক=মাকতাবায়ে দ্বীনিয়া|অবস্থান=দেওবন্দ, সাহারানপুর, ইউপি, ভারত|পাতাসমূহ=মোট ৩৬০|ভাষা=Ur|আইএসবিএন=|oclc=21149167|এলসিসিএন=89903418}}
|