বাক্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Liton kumar roy (আলোচনা | অবদান)
গঠন অনুসারে বাক্যের শ্রেণি বিভাগ
৬৮ নং লাইন:
#জটিল বাক্য
#যৌগিক বাক্য
 
== বাক্য রূপান্তর ==
অর্থের কোনোরূপ রূপান্তর না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করার নামই বাক্য রূপান্তর।
 
ক) সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর
 
মিশ্র বাক্যের সংযোগচিহ্ন : যদি, তবে, যে, সে, যারা-তারা, যে-সেই, যেই-সেই, যে-তাকে/তারা, যা-তা, যেসব-তাদের/যেসকল-তারা, যাদের-তাদের/তারাই, যে-সেটি
 
সরল বাক্যকে মিশ্র বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে খণ্ডবাক্যে পরিণত করতে হয় এবং উভয়ের সংযোগ বিধানে সম্বন্ধসূচক (যদি, তবে, যে, সে প্রভৃতি) পদের সাহায্যে উক্ত খণ্ডবাক্য ও প্রধান বাক্যটিকে পরস্পর সাপেক্ষ করতে হয়।
 
১. সরল বাক্য      :               ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
 
   মিশ্র বাক্য         :               যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে।
 
২. সরল বাক্য     :               তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম।
 
   মিশ্র বাক্য         :               যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম।
 
৩. সরল বাক্য     :               ভিক্ষুককে দান কর।
 
   মিশ্র বাক্য         :               যে ভিক্ষা চায় তাকে দান কর।
 
খ) মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর : মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে মিশ্র বাক্যের অপ্রধান খণ্ডবাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হয়। যেমন :
 
১. মিশ্র বাক্য        :               যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে।
 
   সরল বাক্য       :               নির্বোধরা/ বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
 
২. মিশ্র বাক্য        :               যতদিন জীবিত থাকব ততদিন এ ঋণ স্বীকার করব।
 
  সরল বাক্য        :               আজীবন এ ঋণ স্বীকার করব।
 
৩. মিশ্র বাক্য        :               যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।
 
  সরল বাক্য        :               মাংসভোজী পশু অত্যন্ত বলবান।
 
গ) সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
 
যৌগিক বাক্যের সংযোগচিহ্ন : এবং, কিন্তু, তথাপি, তবে, তাই
 
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়। এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়। যেমন :
 
১. সরল বাক্য      :               তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।
 
  যৌগিক বাক্য     :               তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
 
২. সরল বাক্য     :               পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত।
 
  যৌগিক বাক্য     :               এখন থেকেই তোমার পড়া উচিত তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।
 
৩. সরল বাক্য     :               আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
 
  যৌগিক বাক্য     :               আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি।
 
ঘ) যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে
 
১. বাক্যসমূহের একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয়।
 
২. অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়।
 
৩. অব্যয় পদ থাকলে তা বর্জন করতে হয়।
 
৪. কোনো কোনো স্থলে একটি বাক্যকে হেতুবোধক বাক্যাংশে পরিণত করতে হয়। যেমন :
 
১. যৌগিক বাক্য                  : সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
 
  সরল বাক্য                        : সত্য কথা না বলে বিপদে পড়েছি।
 
২. যৌগিক বাক্য                 : তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
 
  সরল বাক্য                        : তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
 
৩. যৌগিক বাক্য                 : মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে।
 
  সরল বাক্য                        : মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
 
ঙ) যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর
 
যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ বাক্য দুটির প্রথমটির পূর্বে ‘যদি’ কিংবা ‘যদিও’ এবং দ্বিতীয়টির পূর্বে ‘তাহলে’ (তাহা হইলে) কিংবা ‘তথাপি’ অব্যয়গুলো ব্যবহার করতে হয়। যেমন :
 
১. যৌগিক বাক্য  :               দোষ স্বীকার কর তবে তোমাকে কোনো শাস্তি দেব না।
 
  মিশ্র বাক্য          :               যদি দোষ স্বীকার কর তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না।
 
২. যৌগিক বাক্য :               তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
 
  মিশ্র বাক্য          :               যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
 
সাপেক্ষ অব্যয়ের সাহায্যেও যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে পরিবর্তন করা যায়। যেমন :
 
৩. যৌগিক বাক্য :               এ গ্রামে একটি দরগাহ আছে সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে।
 
  মিশ্র বাক্য          :               এ গ্রামে যে দরগাহ আছে সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে।
 
চ) মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
 
মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে হলে খণ্ডবাক্যকে এক একটি স্বাধীন বাক্যে পরিবর্তন করে তাদের মধ্যে সংযোজক অব্যয়ের ব্যবহার করতে হয়। যেমন :
 
১.মিশ্র বাক্য         :               যদি সে কাল আসে তাহলে আমি যাব।
 
  যৌগিক বাক্য     :               সে কাল আসবে এবং আমি যাব।
 
২. মিশ্র বাক্য        :               যখন বিপদ আসে তখন দুঃখও আসে।
 
  যৌগিক বাক্য     :               বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।
 
৩. মিশ্র বাক্য        :               যদিও তাঁর টাকা আছে তথাপি তিনি দান করেন না।
 
  যৌগিক বাক্য     :               তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না।
 
=== বর্ণনা অনুসারে ===
বর্ণনা অনুসারে বাক্য পাঁচ প্রকার।
# বর্ণনামূলক বাক্য
 
#প্রশ্নবাচক বাক্য
#অনুজ্ঞামূলক বাক্য