ব্যবহারকারী Rakibpks-এর অবদানসমূহ

এই ব্যবহারকারী ১টি সম্পাদনা করেছেন। অ্যাকাউন্টটি ১৪ জুন ২০২১ সালে তৈরি করা হয়েছে।
অবদানসমূহের জন্য অনুসন্ধানদেখানআড়াল করুন
⧼contribs-top⧽
⧼contribs-date⧽

১৯ অক্টোবর ২০২২

  • ২৩:৪৪২৩:৪৪, ১৯ অক্টোবর ২০২২ পরিবর্তন ইতিহাস +১,৯৪০ মিরপুর রেলওয়ে স্টেশন→‎ইতিহাস: অবিভক্ত বাংলার নদীয়া জেলার মিরপুর থানার আমলা সদরপুরের নীল বিদ্রোহী ও প্রজাদরদী জমিদার প্যারি সুন্দরীর নাম অনেকেই জানেন। কিন্তু তাঁর এই নীল বিদ্রোহী ও প্রজাদরদী হয়ে ওঠার পিছনের কাহিনী অনেকেই হয়তো ভালো করে জানেন না। প্যারি সুন্দরী কি নিজে নিজেই এমনটি হয়েছিলেন না কারো অনুসরণ করেছিলেন, বা রক্তের উত্তরাধিকারে এই চেতনায় জারিত ছিলেন তিনি! জানা যায়, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হবার পর রামানন্দ সিংহ রায় জমিদারির ভার গ্রহণ করেন। তৎকালীন কাশীমনগর ও ৩১৭ রাজ... ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা