বিল পিটো

কানাডিয় পর্বত পথ প্রদর্শক

এবেনেজার উইলিয়াম 'বিল' পিটো (উচ্চারণ:/ˈpt/ PEE-toh)(জন্মঃ ১৪ ফেব্রুয়ারি, ১৮৬৯, কেন্ট, ইংল্যান্ড - মৃত্যুঃ ২৩ মার্চ, ১৯৪৩ ব্যানফ, আলবার্টা)[১] একজন অগ্রণী পর্বত-পথপ্রদর্শক, এবং কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত ব্যানফ জাতীয় উদ্যানের শুরুর সময়ের উদ্যান অয়ার্ডেন। তিনি ইংরেজ পর্বতারোহি ও অভিযাত্রী এডওয়ার্ড হোয়াইম্পারকে ভারমিলিয়ন গিরিপথে পথ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিলেন।[২] তার তোলা বিশাল চিত্রে আলবার্টার ব্যানফ শহরের প্রবেশপথ সুষ্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল। পিটো হিমবাহ, পিটো পর্বত, মহাদেশীয় বিভাজকে অবস্থিত পিটো হ্রদ তার সম্মানে নামকরণ করা হয়েছে।

বিল পিটো
জন্ম
এবেনেজার উইলিয়াম পিটো

(১৮৬৯-০২-১৪)১৪ ফেব্রুয়ারি ১৮৬৯
মৃত্যু২৩ মার্চ ১৯৪৩(1943-03-23) (বয়স ৭৪)
জাতীয়তাবৃটিশ, কানাডিয়
পেশাউদ্যান ওয়ার্ডেন, সৈনিক
পরিচিতির কারণপর্বত পথ প্রদর্শন, প্রাণী শিকার, উদ্যান ব্যবস্থাপনা

কর্মজীবন

সম্পাদনা

বিল পিটো কানাডায় আগমনের পূর্বে ইংল্যান্ডে বাস করতেন।[৩] তিনি ১৮৮৭ সালের ফেব্রুয়ারিতে কানাডায় অভিগমন করেন, এবং কানাডিয় রকি পর্বমালা অঞ্চলে রেলওয়ে শ্রমিকের কাজ করেন।[৪] পরবর্তিতে তিনি পর্বতারোহী, অভিযাত্রীদের পথ প্রদর্শকের কাজ করেন।[৫] ১৮৯০-এর দশকের মধ্য সময়ে তিনি বো নদীর কাছে কাঠের গুড়ি দিয়ে একটি ঘর তৈরী করেছিলেন, যেখানে তিনি বিভিন্ন প্রাণী শিকার ও বধের ফাঁদ এবং নিজস্ব তৈজসপত্র রাখতেন।[৬] বিল পিটো ১৯১৩ সালে ব্যানফ জাতীয় উদ্যানের অয়ার্ডেন হিসেবে যোগদেন[৪] চাকরিরত অবস্থায় তিনি তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেন।-

  • ১৮৯৯ সালে কানাডার লর্ড স্ট্র্যাথকোনা'র হর্স রেজিমেন্টের হয়ে বয়ের যুদ্ধে অংশ নেন।
  • কানাডার ১২তম মাউন্টেড রেজিমেন্ট ও মেশিন গান ব্রিগেডের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স ও বেলজিয়ামে লড়াই করেন।
  • ইপ্রেসের যুদ্ধে তার ডান পা আঘাত পান।

অবসর ও মৃত্যু

সম্পাদনা

বিল পিটো ১৯১৩ হতে ১৯৩৬ সাল্ পর্যন্ত ব্যানফ জাতীয় উদ্যানের অয়ার্ডেনের চাকরি করেন। ১৯৩৬ সালে অবসরের পর তিনি একাকাঈ জীবন যাপন করতেন[৫] ১৯৪৩ সালের ২৩ মার্চ ব্যানফ শহরে মৃত্যু বরণ করেন[৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.pioneersalberta.org/profiles/p.html#peyto "Pioneer Profiles"
  2. "Archived copy"। ২০১১-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  3. Themes, Subatomic। "Bill Peyto Park Guardian | Canadian Rockies Vacations Guide - Banff National Park" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১ 
  4. "Archived copy"। ২০১৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  5. গোল্ড, জ্যাকি (২০০৭-০৮-২০)। "BILL PEYTO: A RARE BREED IN BANFF"ব্যানফ হেরিটেজ ট্যুরিজম। ২০০৭-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১ 
  6. "Archived copy"। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  7. "Bill Peyto (1869-1943) - Find A Grave Memorial"www.findagrave.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১