বিলকেন্ট বিশ্ববিদ্যালয়

আনকারাতে অবস্থিত তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিলকেন্ট বিশ্ববিদ্যালয় তুরষ্কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা এবং গবেষণার লক্ষ্য নিয়ে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি তুরষ্কের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয়
Bilkent Üniversitesi
নীতিবাক্যভেরিতাস
বাংলায় নীতিবাক্য
সত্য
ধরনবেসরকারি
স্থাপিত১৯৮৬
সভাপতিপ্রফেসর ড. আলী দগ্রামাসি
রেক্টরপ্রফেসর ড. আব্দুল্লাহ আতালার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১,০০০
শিক্ষার্থী১৩,০০০
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
ভাষাইংরেজি
সংবাদপত্রবিলকেন্ট নিউজ, গেজেটবিলকেন্ট
পোশাকের রঙরাজকীয় নীল ও গাঢ় লাল         
অধিভুক্তি৩৪
ওয়েবসাইটwww.bilkent.edu
মানচিত্র

ক্যাম্পাস সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের ৩টি ক্যাম্পাস রয়েছে। এটি আঙ্কারা কেন্দ্র থেকে ১২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

একাডেমি সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ে ৩৩ টি স্নাতক এবং ৩২টি স্নাতকোত্তর পোগ্রাম চালু রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা