বিমল মুখোপাধ্যায় (ফুটবলার)

বিমল মুখোপাধ্যায় (১৯১২ - ২৬ মে ১৯৭১) ছিলেন একজন বাঙালি কিংবদন্তি ফুটবলার, যিনি কলকাতার মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ড ও পরবর্তীতে রাইট হাফে খেলতেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে প্রথম লিগবিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন। [১]

বিমল মুখোপাধ্যায়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বিমল মুখোপাধ্যায়
জন্ম ১৯১২
মৃত্যু ২৬ মে ১৯৭১(1971-05-26) (বয়স ৫৮–৫৯)
মাঠে অবস্থান সেন্ট্রার ফরওয়ার্ড ও রাইট হাফ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৩১–৩৯ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
জাতীয় দল
১৯৩৮ ভারত
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

বিমল মুখোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায়। পিতা মনোমোহন মুখোপাধ্যায় ছিলেন ১৯১১ খ্রিস্টাব্দের কলকাতার মোহনবাগান দলের প্রথম শিল্ডবিজয়ী দলের খেলোয়াড়। ১৯৩১ খ্রিস্টাব্দে বিমল মুখোপাধ্যায় মোহনবাগান ক্লাবে যোগ দেন এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলা শুরু করেন এবং পুলিশের বিরুদ্ধে প্রথম খেলাতেই তিনি দুটি গোল করেন। [২]পরে তিনি রাইট হাফ হিসাবে খেলে খ্যাতি অর্জন করেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবল দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যান। ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি প্রথম লিগ বিজয়ী মোহনবাগান ক্লাবের অধিনায়ক ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৪৮৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "বাবা অমর একাদশের একজন, মোহনবাগানের প্রথম লিগ জয়ী ক্যাপ্টেন আজ বিস্মৃত"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৬