বিভূতিভূষণ সরকার (বিপ্লবী)

বিভূতিভূষণ সরকার (১৮৯০ - ১৯৪২) একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[১][২]

বিভূতিভূষণ সরকারের জন্ম বেঙ্গল প্রেসিডেন্সির অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর মহকুমার সূত্রগড় গ্রামে। পিতার নাম সারদাশঙ্কর সরকার।[৩] তার পরিবার পরে পশ্চিমবঙ্গেরবাঁকুড়া জেলার রাণীবাঁধের কাছে ছেঁদাপাথরের জঙ্গলে -ঢাকা পাহাড়ি গ্রামে চলে আসেন। সেখানে অরণ্যাঞ্চলে বাণী ঘোষ ও নরেন গোঁসাই-এর সহযোগে বিপ্লবীদের একটি গুপ্ত ঘাঁটি গড়ে তুলেছিলেন। নরেন গোঁসাই-ই বিভূতিভূষণকে যুগান্তর দলে যোগ দেওয়ান। কিন্তু নরেন পরে মানিকতলা বোমা মামলায় রাজসাক্ষী হন।[৩] ক্ষুদিরামের বিপ্লবের শিক্ষা এখানেই হয়েছিল। কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় ক্ষুদিরাম ধরা পড়ার পর যখন কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট বাঁকুড়া জেলা সফরে ছিলেন তখন বিভূতিভূষণকে গ্রেফতার করা হয়। কলকাতায় আনা হয়, তাকে নারায়ণগড়, মানিকতলা এবং দেওঘর বোমা মামলার একাধিক অভিযোগে বিচার করা হয়। আদালত তাকে আন্দামানে দশ বছরের দ্বীপান্তরে সশ্রম কারাদণ্ড দেয়। [২][৩][১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্বাধীনতা সংগ্রামী চরিতাভিধান - ডাঃ ননীগোপাল দেবদাস
  2. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৮২,৪৮৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. "Bibhutibhusan Sarkar"। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২