বিপ্লব উদ্যান
বিপ্লব উদ্যান বাংলাদেশের চট্টগ্রামের একটি উদ্যান। এটি নগরীর ২ নম্বর গেইটে নিকট অবস্থিত।[১] উদ্যানটি চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মাণ করা হয়।
বিপ্লব উদ্যান | |
---|---|
অবস্থান | ২ নম্বর গেইট, চট্টগ্রাম |
স্থানাঙ্ক | ২২°২২′০০″ উত্তর ৯১°৪৯′২৮″ পূর্ব / ২২.৩৬৬৭৩৭৪° উত্তর ৯১.৮২৪৩৩১৩° পূর্ব |
আয়তন | ২ একর (০.৮১ হেক্টর) |
প্রতিষ্ঠিত | ১৯৭৯ |
মালিকানাধীন | চট্টগ্রাম সিটি করপোরেশন |
পরিচালিত |
|
পার্কিং | না |
বর্ণনা
সম্পাদনা১৯৭৯ সালে ২ একর (০.৮১ হেক্টর) জায়গার ওপর উদ্যানটি চালু হয়।[১][২] ২০১৯ সালের শেষের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন উদ্যান আধুনিকায়নের করার প্রকল্প গ্রহণ করে। একই বছরের নভেম্বরে ঢাকার রিফর্ম লিমিটেড এবং চট্টগ্রামের স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেড চসিকের কাছ থেকে উদ্যানটি ২০ বছরের জন্য ইজারা নেয়।[২] উদ্যান ও চারপাশের ফুটপাতসহ আনুমানিক ১ একর (০.৪০ হেক্টর) জমি এই প্রতিষ্ঠান দুটিকে বরাদ্দ দেওয়া হয়।[১][৩]
উদ্যানে নানা প্রজাতির ফুলের গাছ রয়েছে। গাছ দিয়ে বানানো হয়েছে তোরণ, এবং ফটকে গাছ দিয়ে লেখা রয়েছে 'বিপ্লব উদ্যান'। এছাড়াও রয়েছে কংক্রিটের ছাতা। শিশুদের জন্য রয়েছে আলাদা জোন।[২] এখানে বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। দর্শনার্থীদের জন্য বিকাল চারটার পর উদ্যান উন্মুক্ত হয়। এখানে স্বাধীনতা স্তম্ভ নামে একটি ভাষ্কর্য রয়েছে। উদ্যানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের বাংলাদেশের বিজয় দিবসের ইতিহাস আলাদা করে ফুটিয়ে তোলা হয়েছে।[২]
চিত্রশালা
সম্পাদনা-
রাতে
-
উদ্যানের পাশে থাকা দোকান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘোষ, সুজন (২১ জুন ২০২৩)। "চট্টগ্রামের বিপ্লব উদ্যান কংক্রিটের চাপে সবুজের টিকে থাকা দায়"। চট্টগ্রাম: প্রথম আলো। ২৫ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।
- ↑ ক খ গ ঘ উদ্দিন, জমির (১ অক্টোবর ২০২১)। "অন্য রকম বিপ্লব উদ্যান"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।
- ↑ "বিপ্লব উদ্যান: সৌন্দর্য বর্ধনের কাজ বন্ধ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ আগস্ট ২০২০। ২৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।