বিপিন কুমার ত্রিপাঠী

ভারতীয় পদার্থবিদ ও অধ্যাপক

বিপিন কুমার ত্রিপাঠী বা ভি কে ত্রিপাঠী (জন্ম: ১১ ই মার্চ ১৯৪৮) একজন ভারতীয় প্লাজমা পদার্থবিদ। তিনি দিল্লির আইআইটির প্রাক্তন পদার্থবিজ্ঞান অধ্যাপক।[১]

অধ্যাপক

বিপিন কুমার ত্রিপাঠী
জন্ম (1948-03-11) ১১ মার্চ ১৯৪৮ (বয়স ৭৬)
পরিচিতির কারণপ্লাজমা
সন্তানরাখি ত্রিপাঠী
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তন
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়পদার্থবিজ্ঞান
উপ-বিষয়প্লাজমা
উল্লেখযোগ্য কাজসদভাব অভিযান

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

ত্রিপাঠীর জন্ম ১৯৪৮ সালের ১১ মার্চ তারিখে উত্তর প্রদেশের ঝাঁসিতে। তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, দিল্লি থেকে পিএইচডি সম্পন্ন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

ত্রিপাঠী ১৯৭০ সালে আইআইটিতে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭6 সালে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষক এবং তারপরে একটি গবেষণা সহযোগী হিসাবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ফিউশন প্লাজমা এর রেডিও ফ্রিকোয়েন্সি হিটিং সম্পর্কিত গবেষণায় নিয়োজিত ছিলেন। ১৯৮৩ সালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগদান করেন যেখানে তিনি প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেছিলেন।[২][৩]

সদভাব অভিযান সম্পাদনা

সদভাব অভিযানের লক্ষ্য হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার মত মৌলিক বিষয়ে মানুষকে সংগঠিত করা, যেমনটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে। অধ্যাপক ত্রিপাঠী ১৯৯০ সালে ভাগলপুর দাঙ্গার পরে এটি প্রতিষ্ঠা করেছিলেন।[৪] সদভাব অভিযানের মাধ্যমে অধ্যাপক ত্রিপাঠী প্রতিবাদের মাধ্যম হিসেবে ৩৭০ ধারা বিলোপ এবং সিএএ-এর মতো বিষয়ে লিফলেট লিখেছেন এবং বিতরণ করেছেন।[৫][৬]

রচনাবলী সম্পাদনা

ত্রিপাঠীর কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা হল:[৩][৭]

  • লেজার উৎপাদিত প্লাজমাসগুলিতে প্যারামেট্রিক অস্থিরতা।
  • তাপবিদ্যুৎ ফিউশন
  • প্লাজমা-সহায়ক বিকিরণ একটি ফ্রি-ইলেকট্রন লেজারে পথ দেখানো
  • প্লাজমা চ্যানেলে লেজার রশ্মির ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিলোইনকে উত্তেজিত করে
  • চেরেনকভ টেরেহার্টজ জেনারেশন একটি ইলেক্ট্রন বাঞ্চগুলি একটি ডাইলেট্রিক লাইনযুক্ত রেজনেটরে
  • মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিগুলিতে মোটা ফিল্মগুলির ব্যাপ্তিযোগ্যতা পরিমাপের তাত্ত্বিক মডেলিং এবং পরীক্ষামূলক যাচাইকরণ
  • প্রিফর্মড অ ইউনিফর্ম প্লাজমা চ্যানেলে ইলেক্ট্রনগুলির লেজার ওয়েকফিল্ড বুদ্বুদ শাসনের ত্বরণ
  • প্লাজমোনিক্স
  • উচ্চ পাওয়ার লেজার প্লাজমা ইন্টারঅ্যাকশন
  • প্লাজমা পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়গুলি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pheroze L. Vincent। "Professor fights for Kashmir, armed with pamphlets"Telegraph India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. Shradha Chettri (২২ অক্টোবর ২০১৯)। "Delhi: Meet the 71-year-old pamphlet man with a message of peace" (English ভাষায়)। Times of India। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  3. "Profile of Vipin Kumar Tripathi"ieeexplore.ieee.org। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "About Sadbhav Mission"Sadbhav Mission। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  5. Pawanjot Kaur and Sunil Rawat (১৪ অক্টোবর ২০১৯)। "To Educate People on Kashmir, a 71-Year-Old Has Taken to the Streets All Alone"The Wire। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  6. "Retired IIT Professor's solitary campaign against the National Register of Citizens: Listen to VK Tripathi"National Herald India। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "V.K. Tripathi's research works"ResearchGate। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০