বিপিনের সংসার বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।

বিপিনের সংসার
বিপিনের সংসার এর প্রচ্ছদ
লেখকবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মূল শিরোনামবিপিনের সংসার
দেশভারতভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৪১
পৃষ্ঠাসংখ্যা১৭২

কাহিনি সংক্ষেপ

সম্পাদনা

এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে ব্রিটিশ ভারত-এর ইংরেজ শাসন আমলের শেষ সময়ে পশ্চিমবঙ্গ-এর গ্রামীণ পটভূমিতে।

চরিত্রসমূহ

সম্পাদনা
  • বিপিন (উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। প্রথমে বাবার পৈত্রিক পেশা হিসেবে গোমস্তার কাজ করে। পরে মানীর সাহায্যে ও উৎসাহে পল্লি ডাক্তারি করে।)
  • মানী (জমিদার অনাদি চৌধুরীর বিবাহিতা মেয়ে, যার প্রকৃত নাম সুলতা। বিপিনের বাল্যবান্ধুবি ও বিবাহ পরবর্তী ভালো লাগার নারী।
  • মনোরমা (বিপিনের সংসারী স্ত্রী ও দুই সন্তানের জননী। যে বিপিনের সংসারের সকল সদস্যকে আগলে রাখে।)
  • শান্তি (দত্ত মহাশয়ের বিবাহিতা কন্যা। বিপিনের প্রতি বিশেষ অনুরাগী।)
  • বীণা (বিপিনের বাল্যবিধবা ছোটো বোন ও এলাকার বিবাহিত পুরুষ পটলের প্রতি অনুরক্ত ছিলেন)
  • পটল (বিবাহিত পুরুষ ও বীণার প্রতি অনুরক্ত।)
  • কামিনী পিসি (বাল্যকাল থেকে বিধবা। গোমস্তা বিনোদ চট্টোপাধ্যায়ের রক্ষিতা)
  • জমিদার অনাদি চৌধুরী
  • বিশ্বেশ্বর চক্রবর্তী
  • মতি বাগদী
  • বিপিনের মা
  • বলাই

বহিঃসংযোগ

সম্পাদনা