বিনোদিয়া ফ্যামিলি পার্ক

বিনোদিয়া ফ্যামিলি পার্ক (Binodia Family Park) ১৯৯৮ সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ প্রতিষ্ঠিত যশোর জেলা শহরের অদূরে যশোর ক্যান্টনমেন্টের শানতলায় অবস্থিত একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। [১][২]

বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর

পার্কে যা আছে

সম্পাদনা

বিনোদিয়া ফ্যামিলি পার্কে বিভিন্ন আকর্ষণীয় রাইডের পাশাপাশি শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, রবিনহুডের ঘর, কৃত্রিম ঝর্না, নদী ও কনফারেন্স রুম রয়েছে। এছাড়া এখানে পিকনিক, পুনর্মিলনীসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও ব্যবস্থা রয়েছে।[৩]

টিকিট মূল্য

সম্পাদনা

দর্শনার্থীদের জন্য পার্কটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে প্রবেশমূল্য মূল্য ২০ টাকা এবং শিশুদের জন্য প্রবেশমূল্য ১০ টাকা ধার্য করা হয়েছে।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশের দর্শনীয় স্থান"উইকিপিডিয়া। ২০২৪-০৪-২৩। 
  2. "ঘুরে আসুন যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক"বাণিজ্য প্রতিদিন। জুলাই ২৫, ২০২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  3. "মনোরম পরিবেশে বিনোদিয়া ফ্যামিলি পার্ক"https://www.jagonews24.com। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০২৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "বিনোদিয়া ফ্যামিলি পার্ক - Birat Bazar" (ইংরেজি ভাষায়)। ২০২৩-১২-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫