বিধবা হলো সেই সকল মহিলা যাদের স্বামী মারা গেছেন। এই ধরনের পরিস্থিতিকে সাধারণত বলা হয় বিধবাদশা[১] কিন্তু একজন মহিলার স্বামীকে যদি তিনি ডিভোর্স দেন তাহলে সেই অবস্থাকে বিধবা বলা যাবেনা, তবে অনেক নারীই তাদের প্রাক্তন স্বামী মারা গেলে নিজেদের বিধবা ঘোষণা করে।[তথ্যসূত্র প্রয়োজন] বিধবাদশা শব্দটি একটি লিঙ্গ নির্ধারক, কিছু কিছু ডিকশনারির মতে[২][৩], কিন্তু বিধবাত্তোরদশা বলেও শব্দ ডিকশনারিতে পাওয়া যায়।[৪][৫] শব্দটির বিশেষণ হয় না তবে বাংলায় এর ক্রিয়াপদ হলো বিধবা করা।[৬][৭]

একজন মহিলা তখনি বিধবা হয় যখন তার স্বামী মারা যায় এই ছবির মধ্য দিয়ে এটা প্রমান করে যে বিধবা নারী তার সন্তান কে আগলে রাখে সকল প্রকার বিপদ থেকে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Definition of WIDOWHOOD"Merriam-Webster। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১৮ 
  2. "Widowhood" as defined by Collins
  3. ""Widowhood" as defined by Oxford"। ৩০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "Widowerhood" as defined by Collins
  5. "Widowerhood" as defined by Merriam-Webster's
  6. "Widowed" as defined by Collins
  7. "Widowed" as defined by Cambridge