বিড়ি

হাতে তৈরী তামাকজাত পন্য বিড়ি

বিড়ি হাতে তৈরি এক ধরনের সস্তা সিগারেট। দাম কম এবং হাতে বানান যায় বলে গ্রামের কৃষক শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় ধূমপান সামগ্রি। শুকনো তামাক পাতা সরাসরি কাগজে বা সুপারির পাতার ভিতরে পাতলা অংশে মুড়ে পান করা হয়। সরাসরি তামাক পাতা থাকায় ও ফিল্টার না থাকার কারণে এর ক্ষতিকর প্রভাব বেশি। বিড়ির কাঁচামাল তামাক উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া; মেদিনীপুর এর আশেপাশের অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল বিখ্যাত। এজন্য এসব অঞ্চলে বিড়ি শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে।

বিড়ির প্যাকেট

বিড়ির প্রকারভেদ: বিড়ি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে ১. পাতার বিড়ি : ১৯৭০ সালের আগে পশ্চিমবঙ্গের ৮০% বেশি ধূমপায়ী ব্যবহার করত কিন্তু বতর্মানে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার লোক ছাড়া অন্য কেউ খায় না, যা ২০% এর কম। ২. কাগজের বিড়ি :

প্যাকেট সম্পাদনা

দামের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বিড়ির প্যাকেট বাজারে পাওয়া যায়। যেমন, পাঁচ টাকার ছোটো প্যাকেট এবং দশ টাকার বড় প্যাকেট


তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা