বিজ্ঞান প্রতিবেদক

সায়েন্স রিপোর্টার হল একটি মাসিক জনপ্রিয় বিজ্ঞান ম্যাগাজিন যা ১৯৬৪ সাল থেকে ভারতে প্রকাশিত হচ্ছে [১] ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস, নতুন দিল্লিতে অবস্থিত একটি সরকারি সংস্থা। এটি ইংরেজিতে প্রকাশিত হয় এবং প্রধানত ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে পঠিত হয়।

বিজ্ঞান প্রতিবেদক
সম্পাদক হাসান জাওয়ায়েদ খান
ক্যাটাগরি জনপ্রিয় বিজ্ঞান
ফ্রিকোয়েন্সি মাসিক
প্রকাশক বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠিত ১৯৬৪
দেশ ভারত
ভাষা ইংরেজি
আইএসএসএন 0036-8512
ওসিএলসি 4782353

ম্যাগাজিনটি মূলত দেশের বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে সংঘটিত গবেষণা সম্পর্কে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি এখন এই প্রাথমিক এজেন্ডাকে ছাড়িয়ে গেছে, একটি জনপ্রিয় বিজ্ঞান ম্যাগাজিন হয়ে উঠেছে যা অনেক জাতীয় এবং আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়কে কভার করে। বর্তমান আগ্রহের প্রতিবেদন রয়েছে, পাশাপাশি আধুনিক প্রযুক্তি, দেশের বিজ্ঞান নীতি এবং এর মতো বিশিষ্ট জাতীয় বিজ্ঞানীদের লেখা প্রবন্ধ রয়েছে। বিজ্ঞান কল্পকাহিনী, ধাঁধা, শখের প্রকল্প, ক্রসওয়ার্ডের নিয়মিত কলামও রয়েছে। [১]

সবার প্রবেশাধিকার সম্পাদনা

প্রিন্ট প্রকাশের ছয় মাস পর জার্নালটি উন্মুক্ত অ্যাক্সেসের অধীনে পাওয়া যায়। [২] [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Science Reporter Started in 1964, Science Reporter is one of the oldest English language popular science monthlies published in India.
  2. Science Reporter Good News for Our Readers!, Science Reporter
  3. "Science Reporter"Niscair। ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫