বিজয় সরণি ফোয়ারা

রাজধানীর ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে বিজয় সরণি মোড়ে অবস্থিত পানির ফোয়ারা

বিজয় সরণি ফোয়ারা বাংলাদেশ রাজধানীর ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে বিজয় সরণি মোড়ে অবস্থিত একটি পানির ফোয়ারা। এই ফোয়ারার দেয়ালে অঙ্কিত রয়েছে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ও বাংলাদেশ বিজয়ের ইতিহাস। ফোয়ারাটি আশির দশকের শেষ নাগাদ নির্মাণ করা হয়।[১]

বিজয় সরণি ফোয়ারা রাতে দৃশ্য
শিল্পীজি এম রাজ্জাক
বছর১৯৮৭-৮৮ (1987-88)
অবস্থানঢাকা

ইতিহাস

সম্পাদনা

ফোয়ারাটি নকশা করেন শিল্পী জি এম রাজ্জাক। ফোয়ারার চারপাশের ম্যুরাল নকশা করেন শিল্পী সৈয়দ লুৎফুল হক। আর ম্যুরালের কাজ করেন তৎকালীন তরুণ ভাস্কর মুকুল মুকসুদ্দীন ও হিমাংশু। এটি ১৯৮৭-৮৮ সালের মধ্যে ফোয়ারটির সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়।[২]

বিজয় সরণি রাস্তার মোড়ে গোলাকার জলাশয়ের মাঝখানে যে পানির ওপর লাল-সবুজ দুটি দেয়াল রয়েছে। এর পাশে সবুজ দেয়ালের বৃত্তাকার খালি অংশ লাল রঙের দেয়াল। মনে হয় দুই দেয়াল মিলে অসংখ্য জাতীয় পতাকায় আচ্ছাদিত ফোয়ারাটি। তার ওপর সাতটি লাল স্তম্ভ সাত বীরশ্রেষ্ঠর প্রতীকী হিসেবে দেওয়া।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিজয় সরণি ফোয়ারা"দৈনিক কালের কণ্ঠ। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১২ 
  2. ডেস্ক, লোকসমাজ (২০২১-০২-০১)। "ফোয়ারা আছে পানি নেই"লোকসমাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "অবহেলায় গৌরবগাথা"www.bhorerkagoj.com। ২০২৩-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১২