বিজয়েন্দ্র কুমেরিয়া
বিজয়েন্দ্র কুমেরিয়া হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, যিনি আজ কি হাউসওয়াইফ হ্যায়... সাব জানতি হ্যায়, পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা, তুমহারি পাখি এবং শাস্ত্রী সিস্টার্সের মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি ২০১৪ সালে ঈশিতা গাঙ্গুলির বিপরীতে শাস্ত্রী সিস্টার্স ধারাবাহিকে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যার মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি কালারসতে সম্প্রচারিত ধারাবাহিক উড়ানে সুরজ রাজবংশী চরিত্রে অভিনয় করছেন।[২]
বিজয়েন্দ্র কুমেরিয়া | |
---|---|
জন্ম | অক্টোবর ৬, ১৯৮৬ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
পরিচিতির কারণ | শাস্ত্রী সিস্টার্স |
আদি নিবাস | আহমেদাবাদ, গুজরাত, ভারত[১] |
দাম্পত্য সঙ্গী | প্রীতি ভাটিয়া কুমেরিয়া |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাবিজয়েন্দ্র কুমেরিয়া হচ্ছেন একজন পাঞ্জাবি ব্যক্তি, ভারতের আহমেদাবাদ হচ্ছে তার মাতৃভূমি।[১]
টেলিভিশন
সম্পাদনাসাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০১১–১২ | ছোটি বহু | জলি ভরদ্বাজ | জি টিভি |
২০১২ | দ্য কমান্ড ফোর্স | অভিনব | ডিডি ন্যাশনাল |
২০১২–১৩ | আজ কি হাউসওয়াইফ হ্যায়... সাব জানতি হ্যায় | উদ্দম চতুর্বেদী | জি টিভি |
২০১৩–১৪ | পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা | সামির দেশপান্ডে | স্টার প্লাস |
২০১৪ | তুমহারি পাখি | বিক্রম | লাইফ ওকে |
২০১৪–১৫ | শাস্ত্রী সিস্টার্স | স্কোয়াড্রন নেতা রজত সারিন | কালারস |
২০১৬–বর্তমান | উড়ান | সুরজ রাজবংশী |
রিয়্যালিটি অনুষ্ঠান
সম্পাদনাসাল | অনুষ্ঠান | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|
২০১৫ | কমেডি নাইটস উইথ কপিল | কালারস | ঈশিতা গাঙ্গুলির সাথে |
২০১৬–১৭ | বিগ বস ১০ | ||
২০১৭ | রাইজিং স্টার্স | ||
ছোটে মিয়াঁ | |||
মিরচি টপ ২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Patel, Ano (অক্টোবর ১০, ২০১৪)। "Gujaratis take the lead on prime time TV"। The Times of India।
- ↑ "Vijayendra Kumeria: Competition makes an actor perform better onscreen"। The Times of India। ৫ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৬।