বিজয়া (মহাভারত)

মহাভারতে উল্লেখিত ব্যক্তি

বিজয়া হলো মহাভারতে উল্লেখিত মাদ্রার রাজা দ্যুতিমাতার কন্যা এবং সহদেবের স্ত্রী। স্বয়ম্বর বিয়ে করেন তারা। বিজয়া ছিলেন নকুলের মামার মেয়ে। তাদের সুহোত্র নামে এক পুত্র ছিল।[] কুরুক্ষেত্র যুদ্ধের পর বিজয়া মাদ্রায় বাস করতেন, যখন সহদেব মাদ্রা রাজ্যের রাজা নিযুক্ত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Mahabharata, Book 1: Adi Parva: Sambhava Parva: Section XCV"web.archive.org। ২০১০-০১-১৬। ১৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৯