বিজয়া সুখদর্শন

ক্রাইনাম গণের একটি লিলি প্রজাতি

বিজয়া সুখদর্শন বা ক্রাইনাম অ্যাামাবাইল (দ্বিপদ নাম: Crinum amabile) হচ্ছে ক্রাইনাম গণের একটি লিলি প্রজাতি।

বিজয়া সুখদর্শন
Crinum amabile
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Angiosperms
শ্রেণী: Monocots
বর্গ: Asparagales
পরিবার: Amaryllidaceae
উপপরিবার: Amaryllidoideae
গণ: Crinum
প্রজাতি: C. amabile
দ্বিপদী নাম
Crinum amabile
Donn ex Ker Gawl.

বিবরণ সম্পাদনা

এদের গোড়ার পাতা গুচ্ছসহ ১ মিটারের মতো উঁচু। পাতা লম্বা ও বড় এবং পাতার আগা চোখা। বর্ষায় ফুল ফোটে এবং সারা বছরে আরো কয়েকবার ফোটে। পাতার কক্ষ থেকে বের হওয়া লম্বা, চ্যাপ্টা ও পুরু ডাঁটার আগায় ঢাকা অনেকগুলো গাঢ়- বেগুনি কলি থেকে ফুল ফোটে। ফুল লম্বা ও ৬ পাপড়ির।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-৯৫।