বিও-সাভার্ত সূত্র
তড়িৎ ও চৌম্বকক্ষেত্র সম্পর্কিত সূত্র
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পড়তে একটি বিশ্বকোষীয় ভুক্তির চেয়ে গল্পই বেশি মনে হয়। |
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে এর আশে-পাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সম্পর্কে ল্যাপলাস একটি সূত্র প্রদান করেন। বিও ও স্যাভার্ট পরীক্ষার সাহায্যে সূত্রটি প্রমাণ করেন। বর্তমানে সূত্রটি বিও-সাভার্ত সূত্র নামে পরিচিত।
বিবৃতি: নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘের ভিতর দিয়ে তড়িৎ প্রঃবাহের ফলে এর আশে-পাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর দৈর্ঘের সমানুপাতিক, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু ও ঐ বিন্দুর sine কোণের সমানুপাতিক এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।