বিআরবি গ্রুপ

বাংলাদেশী কোম্পানি

বিআরবি গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এই গ্রুপের অধীনে আরও প্রতিষ্ঠান রয়েছে।[১][২] ১৯৭৮ সালে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

বিআরবি গ্রুপ
ধরনবেসরকারি সংস্থা
প্রতিষ্ঠাকাল২৩ অক্টোবর ১৯৭৮; ৪৫ বছর আগে (1978-10-23)[২]
প্রতিষ্ঠাতামোঃ মজিবর রহমান[১]
সদরদপ্তর

অধিনস্ত প্রতিষ্ঠান সম্পাদনা

বিআরবি গ্রুপের অধিনে মোট ১৬টি প্রতিষ্ঠান রয়েছে।[৩]

শিল্প প্রতিষ্ঠান সম্পাদনা

বিআরবি গ্রুপের অধিনে ১১টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।[৩] এগুলো হলো-

  1. বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  2. বিআরবি এয়ার লিমিটেড
  3. বিআরবি পলিমার লিমিটেড
  4. বিআরবি সিকিউরিটি লিমিটেড
  5. কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  6. কিয়াম গ্লাসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  7. কিয়াম এগ্রো ফিড
  8. এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  9. কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  10. টিপিটি কেবলস লিমিটেড
  11. কেবি পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড

চিকিৎসা সম্পাদনা

বিআরবি গ্রুপের অধিনে ০১টি হাসপাতাল ও ০১টি মেডিকেল কলেজ রয়েছে।[৩][৪] এগুলো হলো-

  1. বিআরবি হাসপাতাল লিমিটেড
  2. সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

বিআরবি গ্রুপের অধিনে ০১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।[৩][৫] এটি হলো-

  1. হাসিব ড্রিম স্কুল কলেজ

আবাসন প্রকল্প সম্পাদনা

বিআরবি গ্রুপের অধিনে ০২টি আবাসন প্রকল্প রয়েছে।[৩] এগুলো হলো-

  1. লাভলী হাউজিং লিমিটেড
  2. হোটেল বিআরবি (চলমান)[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এনামুল হক (২০২১-১২-০২)। "কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ এর চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা"দৈনিক দেশ তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  2. কুষ্টিয়া, প্রতিনিধি (২০২১-১০-২৪)। "কর্মসংস্থান সৃষ্টি ও দেশের গৌরব বয়ে আনার অন্যতম বিআরবি গ্রুপ"দৈনিক জাগরণ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  3. "সহযোগী কোম্পানি"কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  4. "BRB Hospitals Limited – Best Corporate Hospitals in Bangladesh"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  5. কুষ্টিয়া, প্রতিনিধি (২০১৮-১২-২৬)। "কুষ্টিয়ায় হাসিব ড্রিম স্কুলের শতভাগ সাফল্য"প্রতিদিনের সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬ 
  6. "BRB HOTEL"www.4wallsbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬